Remove ATK: মোহনবাগান থেকে এটিকে সরানোর প্রক্রিয়া শুরু

Remove ATK! দীর্ঘদিন ধরে একটা শব্দ নিয়ে যতো বিতর্ক।  আপামর সবুজ মেরুন সমর্থক’রা জানতে চাইছে কবে মোহনবাগানের নামের আগের থেকে সরতে চলেছে ‘এটিকে’৷ এই নিয়ে…

Remove ATK

Remove ATK! দীর্ঘদিন ধরে একটা শব্দ নিয়ে যতো বিতর্ক।  আপামর সবুজ মেরুন সমর্থক’রা জানতে চাইছে কবে মোহনবাগানের নামের আগের থেকে সরতে চলেছে ‘এটিকে’৷ এই নিয়ে এখন’ও জারি আছে তীব্র আন্দোলন।

এর আগেও সবুজ মেরুন কর্তাদের আত্মবিশ্বাসী না দেখালেও এবার ভীষণ আত্মবিশ্বাসী দেখালো। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল মোহনবাগানের কার্যকরী সভা। এই সভায় আলোচিত হয়েছে মোহন বাগানের নামের সামনে থেকে এটিকে সরানোর বিষয়। এদিন সভা শেষে সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, তাদের তরফে সঞ্জীব গোয়েঙ্কা’কে এবিষয়ে পূর্ণবিবেচনা করার কথা বলা হয়েছে। এবিষয়ে মোহনবাগান কার্যকরী সমিতি আশাবাদী খুব শীঘ্রই মোহনবাগানের নামের আগে থেকে মুছে যাবে এটিকে।

Advertisements

পরবর্তী সময়ে সাংবাদিকদের দেবাশিসবাবু জানিয়েছেন, সঞ্জীব গোয়েঙ্কা নিজেও এব‍্যাপার সম্পর্কে সমান সংবেদনশীল। তিনি নিজেও চাইছেন সমস্যার সমাধান হোক। কাগজপত্রের কিছু বিষয় আছে, তবে মোহন সচিব আশাবাদী খুব শীঘ্রই এই সমস্যা মিটবে।