#RemoveATK বিদ্রোহ ঘিরে নীল-নকশা তৈরির কাজে ব্যস্ত আন্দোলনকারীরা

#RemoveATK দাবি নিয়ে বরাবর সরব মোহনবাগান সমর্থকরা।এবারও একই দাবি নিয়ে সোচ্চার ভক্তরা। শুধু সোচ্চার বললেও কম বলা হবে। RemoveATK দাবিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার…

Remove ATK

#RemoveATK দাবি নিয়ে বরাবর সরব মোহনবাগান সমর্থকরা।এবারও একই দাবি নিয়ে সোচ্চার ভক্তরা। শুধু সোচ্চার বললেও কম বলা হবে।

RemoveATK দাবিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ব্লুপ্রিন্ট কি হতে পারে তা নিয়ে চর্চ্চা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।সবুজ মেরুন সমর্থকদের কাছে গোড়া থেকেই ATK’র সঙ্গে মোহনবাগান ক্লাবের সংযুক্তিকরণ ইস্যু আবেগের প্রশ্নে জড়িত।এই সংযুক্তিকরণের বাস্তবতা ঘিরে শুরুর সময় থেকেই আপত্তি উঠেছে ভক্তদের মধ্যে থেকে।

   

ঘটনাচক্রে ATKমোহনবাগানের নতুন জার্সিতে তিনটি স্টার থাকা এবং সমানে তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে উল্লেখ করায় রেগে অগ্নিশর্মা হতে দেখা যায় সবুজ-মেরুন সমর্থকদের। আন্দোলনের চাপে পরে তিন স্টার সরিয়ে নিয়েছে ক্লাব অফিসিয়ালরা।

একবার নয় একাধিক বার অফিসিয়ালরা ভক্তদের সঙ্গে #Remove ATK ইস্যুতে অশান্তিতে জড়িয়েছে।আইএসএলের প্রোমোশনাল ভিডিওকে ঘিরেও অশান্তি পেঁকেছিল। ওই ভিডিওতে ATK’র তৎকালীন অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায় জড়িয়ে ছিলেন। সবুজ-মেরুন জনতার বিক্ষোভের আচ পেয়ে ওই ভিডিওটিও প্রত্যাহারের পথে হাটে আইএসএল কর্তৃপক্ষ।

এরপর ATKমোহনবাগান এএফসি কাপে খেলার সময়ে ATK’র বোর্ড মেম্বার উৎসব পারেখের বিতর্কিত মন্তব্যে আগুনে ঘি পরে। বিতর্কের ওই জালে জড়িয়ে শেষ পর্যন্ত এটিকের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় মোহনবাগান ক্লাবে সভ্য-সমর্থকদের কাছে। জানিয়ে দেওয়া হয়, উৎসব পারেখের বক্তব্যকে সমর্থন করেন না তাঁরা।

বিভিন্ন সময়ে ATK কর্তৃপক্ষ বনাম মোহনবাগান সমর্থকদের আকছাআকছি প্রকাশ্যে চলে এসেছে,ভক্তদের আবেগের চাপে কর্তৃপক্ষ পিছু হঠেছে।আর এই পিছু হঠার মধ্যে দিয়ে #Remove ATK আন্দোলন আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী দিনে এর রুপরেখা কি হবে,কিভাবে তা আরও বেশি করে মানুষের দরবারে পৌছবে এই নিয়ে চিন্তন শিবিরে সবুজ মেরুন সমর্থকরা।