Reliance Development League: মোহন-ইস্ট ডার্বিতে জয় ছিনিয়ে নিতে মরিয়া উভয় পক্ষ

আজ ফের মুখোমুখি কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal FC and Mohun Bagan AC)। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) প্রথম ডার্বি অমিমাংসিত ভাবে সমাপ্ত হলেও আজ জয় নিয়ে মাঠ ছাড়তে মরিয়া দুই পক্ষ

East Bengal FC and Mohun Bagan AC players on the field

আজ ফের মুখোমুখি কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal FC and Mohun Bagan AC)। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) প্রথম ডার্বি অমিমাংসিত ভাবে সমাপ্ত হলেও আজ জয় নিয়ে মাঠ ছাড়তে মরিয়া দুই পক্ষ। এই মর্মে আজ দুপুর ৩ টে নাগাদ নৈহাটি স্টেডিয়ামে নামছে দুইপক্ষ। আগের মতো এবার ও দর্শকদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। যারফলে, স্টেডিয়ামে পৌঁছে তা সংগ্ৰহ করে মাঠে ঢুকতে পারবেন সকলেই।

তবে মরশুমের শুরু থেকেই একেবারে দিশেহারা লাল-হলুদ ব্রিগেড। কলকাতা লিগের পর আইএসএলে ও নাস্তানাবুদ হয়েছে সিনিয়ররা। কিন্তু একেবারেই অন্য ছবি ইস্টবেঙ্গল জুনিয়রের। এবারের রিলায়েন্স কতৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগের দ্বিতীয় বর্ষে শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে বিনো জর্জের ছেলেরা। প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কে পরাজিত করেছিল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তারপর থেকে অন্য মেজাজে ধরা দিয়েছে দলের ফুটবলার।

   

ধীরে ধীরে নিউ আলিপুর সুরুচি সংঘের পাশাপাশি ওডিশা এফসির মতো ক্লাবকে ও পরাজিত করেছে লাল-হলুদ শিবির। এমনকি অতি শক্তিশালী দল এটিকে মোহনবাগানকে ও আটকাতে সক্ষম হয়েছে মশাল ব্রিগেড। যা দেখে খুশি আপামোর লাল-হলুদ জনতা। বড়রা ধরাশায়ী হলেও এখন সকলের মান বাঁচানোর লড়াই লড়ছে ছোটরা। অন্যদিকে এবারের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বাড়তি আত্মবিশ্বাস দেখা দিয়েছে এটিকে মোহনবাগানের জুনিয়রদের মধ্যে। এই লিগে এখনো পর্যন্ত ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কিয়ানরা। দ্বিতীয় স্থানে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। আজ নৈহাটিতে ফের মুখোমুখি দুটি দল।

উল্লেখ্য, পরিসংখ্যানের দিক থেকে লিগের পরবর্তী পর্যায়ে নিজের অবস্থান পাকা করে ফেললেও, ডার্বি কে ছোট করে দেখতে নারাজ উভয় পক্ষই। একদিকে যখন সবুজ-মেরুনে কিয়ান নাসিরি থেকে শুরু করে রিকি সাবং ও সুহেল ভাট ও ফারদিন আলি মোল্লার মতো খেলোয়াড়রা রয়েছেন দলের হয়ে গোল করার জন্য। অন্যদিকে তখন বিকল্প খেলোয়াড়দের নিয়ে প্রথম একাদশ সাজাতে হচ্ছে লাল-হলুদ শিবির কে।

উল্লেখ্য, এবারের রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে ভালো পারফরম্যান্স করার সুবাদে জুনিয়রদের থেকে সুপার কাপে সুযোগ পেয়েছেন তুহিন দাস। হিমাংশু জ্যাংড়া, ডিফেন্ডার অতুল উন্নিকৃষ্ণন ও কমলজিত সিং। যারফলে আজকের ম্যাচে অন্যান্য খেলোয়াড়দের উপরে ভরসা রেখেই দল সাজাতে হচ্ছে কোচ বিনো জর্জ কে। যদিও দলের হয়ে আজ খেলতে পারেন দীপ সাহা ও মহিতোষ রায়। তবে সবুজ-মেরুনের আক্রমণ কতটা সামাল দিতে পারেন এখন সেটাই দেখার।