Edmund Lalrindika: বড় সুযোগ পাওয়ার পথে ইস্টবেঙ্গল বাতিল ফুটবলার

এডমুন্ড লালরিনডিকার (Edmund Lalrindika) সময়টা এখন ভালো যাচ্ছে। আই লীগের ক্লাব ইন্টার কাশীর হয়ে ভালো খেলেছেন। সুযোগ পেয়েছেন কানাডার প্রথম সারির ক্লাবে। এবার তাঁর নাম…

edmund lalrindika

এডমুন্ড লালরিনডিকার (Edmund Lalrindika) সময়টা এখন ভালো যাচ্ছে। আই লীগের ক্লাব ইন্টার কাশীর হয়ে ভালো খেলেছেন। সুযোগ পেয়েছেন কানাডার প্রথম সারির ক্লাবে। এবার তাঁর নাম জুড়েছে জাতীয় দলের প্রাথমিক তালিকায়।

এডমুন্ড লালরিনডিকার কথা ইস্টবেঙ্গল সমর্থকদের হয়তো এখনও মনে আছে। লাল হলুদ জার্সি পরে কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। মিজোরামের তরুণ এই ফুটবলারকে দেশের অন্যতম সেরা উদীয়মান ফরোয়ার্ড হিসেবে এক সময় গণ্য করা হতো। ২০১৮ সালে যুক্ত হয়েছিলেন বেঙ্গালুরু এফসির সঙ্গে। তবে সুযোগ পেয়েছেন নামমাত্র। বেশিরভাগ সময় কাটিয়েছিলেন মাঠের বাইরে। ইন্টার কাশীর হয়ে নিজেকে মেলে ধরেছিলেন নতুন করে। নতুন মরসুমের প্রস্তুতির জন্য তিনি যোগ দিয়েছেন কানাডার ক্লাব Atletico Ottawa-তে।

   

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৬ সদস্যের সম্ভাব্য তালিকা:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং
ডিফেন্ডার: নিখিল পূজারি, রোশন সিং নওরেম, লালচুংগুঙ্গা, অমেয় গণেশ রানাওয়াদে, নরেন্দর, মুহাম্মদ হাম্মাদ, জয় গুপ্ত
মিডফিল্ডার: ব্র্যান্ডন ফার্নান্দেজ, মহম্মদ ইয়াসির, এডমন্ড লালরিন্ডিকা, ইমরান খান, জেক্সন সিং, ভিবিন মোহনন, রাহুল কান্নলি প্রবীণ, মহেশ সিং নওরেম, সুরেশ সিং ওয়াংজাম, নন্দকুমার শেখর, আইসাক
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, রহিম আলী, জিথিন এমএস, ডেভিড লালহলানসাং, পার্থিব গগৈ, লালরিনজুয়ালা।