ধর্ষণের অভিযোগে ব্রাজিলে ৯ বছরের কারাদণ্ড হতে চলেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও ম্যানচেস্টার সিটির (Manchester City) প্রাক্তন তারকা রবিনহোর (Robinho)। গণধর্ষণের দায়ে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রবিনহোকে ৯ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত।
ঘটনাটি ২০১৩ সালের জানুয়ারি মাসের। এসি মিলানের হয়ে খেলার সময় ২২ বছর বয়সী আলবেনিয়ান তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালে ইতালিতে রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তিনি ব্রাজিলে চলে গিয়েছিলেন। এরপরই অভিযুক্ত ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রাজিলের কাছে দাবি জানিয়েছিল ইতালি।
স্কাই নিউজের খবরে বলা হয়েছে, ইতালির অনুরোধে ব্রাজিলের একটি আদালত রবিনহোর বিরুদ্ধে রায় দিয়েছে। ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের বিচারকরা ৯-২ ভোটে রবিনহোকে সাজা দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সুপিরিয়র ট্রাইব্যুনাল অব জাস্টিস (এসটিজে) মামলায় প্রদত্ত ১০টি ভোটের মধ্যে আটটি ছিল রবিনহোর গ্রেপ্তার ও নিজ দেশের মাটিতে সাজা ভোগের পক্ষে।
OFFICIAL: Brazilian justice confirms the 9-year prison sentence against Robinho 🇧🇷 for gang rape. Robinho will serve his sentence in Brazil.⚖️ pic.twitter.com/MiQnHOv7wG
— Football Bite Vlog (@Football_bite1) March 21, 2024
রবিনহোর আইনজীবী হোসে এদুয়ার্দো আলকামিন আদালতে দাবি করেছেন, তাঁর মক্কেল জাতীয় সার্বভৌমত্বের ভিত্তিতে ব্রাজিলে পুনর্বিবেচনা চান। যার অর্থ তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন।
১০০টি জাতীয় ম্যাচ খেলা প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদের হয়ে চার বছরের ক্যারিয়ারে দু’টি লা লিগা শিরোপা জিতেছেন। পরে ২০০৮ সালের সেপ্টেম্বরে ট্রান্সফার ডেডলাইনের দিন তৎকালীন ব্রিটিশ রেকর্ড ৩২.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাঁকে ম্যানচেস্টার সিটি সই করিয়েছিলেন।