ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে আমরা প্রস্তুত: Basundhara গ্রুপ

‘ ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে আমরা প্রস্তুত। যা কিছু দরকার তার সবটা করতে আমরা রাজি ‘, এমনটাই বলেছেন বসুন্ধরা (Basundhara) গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীর।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে বাংলাদেশের প্রসিদ্ধ বসুন্ধরা গ্রুপের মন্তব্য। আগামী মরশুমে তারা ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে পারে এমন গুজব জোর পেয়েছে কলকাতা ময়দানে। সে ব্যাপারেই প্রশ্ন করা হয়েছিল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরকে। 

   

লাল হলুদ বিনিয়োগে সম্ভাবনার কথা তিনি উড়িয়ে দেননি। আবার নিশ্চিতও কিছু করেননি। বরং বলেছেন, ‘ আগে প্রস্তাব আসুস সরাসরি। ‘ 

সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল একটি প্রেস রিলিজ। সেখানে বলা হয়েছিল তাঁবুতে করা হচ্ছে ভোজের আয়োজন। কারণ বাংলাদেশ থেকে আসবেন বিশেষ অতিথি। সায়েম সোবহান আনভীর। এই সায়েম প্রসিদ্ধ বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন