“বিরাট” ঔদ্ধত্যের অঙ্গভঙ্গির প্রতিক্রিয়াতে ট্রোলিং’র শিকার

Sports desk: ভারতীয় দল ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা পৌঁছে, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে বল গড়ানোর আগে অনুশীলন করতে নেমে পড়েছে।…

Virat Kohli

short-samachar

Sports desk: ভারতীয় দল ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা পৌঁছে, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে বল গড়ানোর আগে অনুশীলন করতে নেমে পড়েছে।

   

বিসিসিআই’ও সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে বিশেষ করে বিরাট কোহলি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বেশি করে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, অনুশীলনের সময় কোহলিকে ব্যাটিং কৌশলের টিপসও দিতে দেখা যায় দ্রাবিড়কে।

ভিডিওতে কোহলি এবং দ্রাবিড়ের বিশেষ সমন্বয় দেখে ভক্তরা খুশি নন। কারণ, অনুশীলনের পর ক্যামেরার দিকে তাকিয়ে ঔদ্ধত্যের অঙ্গভঙ্গি করতেও দেখা গিয়েছে কোহলিকে।

ক্যামেরার দিকে তাকিয়ে ঔদ্ধত্যের অঙ্গভঙ্গির প্রতিক্রিয়াতে দেশের ক্রিকেট ভক্তরা এবার ট্রোলিং শুরু করেছে বিরাট কোহলিকে নিশানা করে। ট্রোলিং পোস্টে, “KOHVIDDDDDDDDDDDDD

এই কম্বো 😍 👌” এমন রিপ্লাইং এসেছে বিসিসিআই’র ভিডিও পোস্টে। ট্রোলিং বিরাটকে “0 cares অর্থাৎ ০ যত্ন” এই বলেও খোঁচা দেওয়া হয়েছে,আবার সুজিত ঘোষ বোর্ডের করা ভিডিও টুইটের রিপ্লাই দিতে গিয়ে পোস্ট, “ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি সেরা কিন্তু ক্যাপ্টেন হিসেবে উনকা বুদ্ধি থোদা কাম হ্যায়। মনে হচ্ছে বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নিয়েছে”।

বিরাটের ঔদ্ধত্যের অঙ্গভঙ্গির প্রতিক্রিয়াতে বোর্ডের ভিডিও টুইট পোস্টের রিপ্লাইং’র অভিনব প্রতিক্রিয়ায় ট্রোলিং কোহলিকে নিশানা করে,”অব জনস-মুফা ইসকা লেকে স্ট্যাটপ্যাডিং ক্রেঙ্গে 😂”। জাগেস কৌরব বিরাট কোহলিকে খোঁচা দিয়ে রিপ্লাইং পোস্ট,

“এটাই কি কোহলির শেষ টেস্ট ম্যাচ 🤔”। হার্দিক সিঙ্গলের রিপ্লাইং পোস্ট বোর্ডের ভিডিও পোস্টের প্রতিক্রিয়াতে,”আপনি যদি এখন সেঞ্চুরি না করেন, তাহলে আপনি যোগ করতে থাকুন”।

প্রসঙ্গত, কোহলির ব্যাট থেকে গত দুই বছরে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি আসেনি। এমতাবস্থায়, রাহুল দ্রাবিড়ের পরামর্শে বিরাট কোহলি ব্যাটিং ত্রুটিগুলি সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সেঞ্চুরি করতে চাইবেন। কোহলি ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শেষ শতরান করেছিলেন।