নিলামে চ্যাম্পিয়ন আরসিবির লক্ষ্য এই ৮ নতুন মুখ!

rcb-target-8-players-for-ipl-2026-auction

আইপিএল ২০২৬ (IPL 2026) নিলামকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ইতিমধ্যেই ১৭ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। ফলে তাদের হাতে রয়েছে সর্বোচ্চ ৮ শূন্যস্থান। এর মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ মাত্র দু’জন। মোট পার্সে বাকি আছে ১৬.৪০ কোটি টাকা। তাই বড়সড় পরিবর্তনের চেয়ে স্কোয়াডের ছোটখাটো ঘাটতি পূরণেই নজর দেবে ফ্র্যাঞ্চাইজি।

আরসিবির প্রথম লক্ষ্য হবে লুঙ্গি এনগিডির বদলি খুঁজে বের করা। নতুন বল থেকে শুরু করে ডেথ ওভার, সবধরনের অপশনই নিলামে পাওয়া যাবে। যদিও শ্রীলঙ্কান ইয়র্কার মাথিশা পাথিরানা দামী হতে পারেন, তাই বিকল্প হিসেবে রিস টপলি, ম্যাট হেনরি, জেরাল্ড কোয়েটজি, স্পেনসার জনসন’র নাম উঠে আসছে।

   

বিদেশি পেসারের খোঁজ

RCB নতুন পেসার হিসেবে নজর রাখতে পারে:

মাথিশা পাথিরানা / জেরাল্ড কোয়েটজি / আনরিখ নরকিয়া
রিস টপলি / স্পেনসার জনসন / ম্যাট হেনরি

নিলামে এদের মধ্যে কাউকে সুলভ মূল্যে পাওয়া গেলে বেঙ্গালুরুর বোলিং ব্যাকআপ আরও শক্তিশালী হবে।

অলরাউন্ডার সেকশন শক্ত করতে চান কোহলি–ফাফরা

RCB ইতিমধ্যেই লিয়াম লিভিংস্টোনকে রিলিজ করেছে। তাঁকে ফিরিয়ে আনার অপশন থাকলেও সস্তায় মঈন আলি, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা বা আরণ হার্ডি–র মতো খেলোয়াড়ও নিলামে পাওয়া যেতে পারে। যেহেতু দুই বিদেশি স্লটই ফাঁকা, তাই পছন্দ করতে হবে বুঝে–শুনে।

ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে রাজবর্ধন হ্যাঙ্গারগেকার, অথর্ব তাইডে, মহীপাল লমরোরকে টার্গেট করতে পারে RCB।

টপ–অর্ডারে ব্যাকআপ ব্যাটার প্রয়োজন

ব্যাকআপ টপ–অর্ডার ব্যাটার পেতে চাইলে RCB প্রথম পছন্দ ছিল বেঙ্কটেশ আইয়ার। তবে তাঁকে পাওয়া কঠিন। তাই বিকল্প হিসেবে পৃথ্বী শ, শেখ রশিদর মতো ব্যাটারদের দিকে নজর থাকবে।

উইকেটকিপার বিভাগ

টিম সাইফার্ট রিলিজ হওয়ায় উইকেটকিপার ব্যাকআপ প্রয়োজন, কিন্তু বিদেশি স্লট না থাকায় গতবারের চ্যাম্পিয়নদের চোখ থাকবে ভারতীয়দের দিকে। লুভনিথ সিসোদিয়া বা বংশ বেদীর মতো তরুণরা এখানে পছন্দ হতে পারে।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্য

এবারের নিলামে ভারতীয় পেসারদের মধ্যে

সিমারজিৎ সিং, কমলেশ নাগারকোটি, চেতন সাকারিয়া, আকাশ মাধওয়াল এবং স্পিনারদের মধ্যে রাহুল চাহার, করণ শর্মা, কুমার কার্তিকেয়া হবেন অত্যন্ত চাহিদাসম্পন্ন। তাদের মধ্যে কয়েকজনকে বাজেটের মধ্যেই পেয়ে যেতে পারে RCB।

নিলামে আরসিবির সম্ভাব্য ৮ লক্ষ্যভুক্ত খেলোয়াড় (সম্ভাব্য তালিকা)

রিস টপলি / ম্যাট হেনরি / জেরাল্ড কোয়েটজি (বিদেশি ফাস্ট বোলার)

ওয়ানিন্দু হাসারাঙ্গা / মঈন আলি (বিদেশি অলরাউন্ডার)

মহীপাল লমরোর (ভারতীয় স্পিন–অলরাউন্ডার)

রাজবর্ধন হ্যাঙ্গারগেকার (ভারতীয় পেস অলরাউন্ডার)

পৃথ্বী শ (টপ–অর্ডার ব্যাটার)

লুভনিথ সিসোদিয়া (ভারতীয় উইকেটকিপার)

সিমারজিৎ সিং (ভারতীয় ফাস্ট বোলার)

রাহুল চাহার (ভারতীয় লেগ–স্পিনার)

চ্যাম্পিয়ন দলের মূল কাঠামো ইতিমধ্যেই প্রস্তুত—তাই বড় তারকার চেয়ে সঠিক “স্কোয়াড প্লেয়ার” বেছে নেওয়াই হবে আরসিবির নিলাম কৌশল। ১৬.৪০ কোটি টাকার বাজেট কীভাবে কাজে লাগায় পতিদার–কোহলি বাহিনী, এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন