KKR গড় ইডেনের ‘বিরাট’ এলাকা দখল করলেন কিং-কোহলি

২২ মার্চ শুরু হচ্ছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। প্রথম ম্যাচেই গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইট রাইডার্সদের (KKR) মুখোমুখি হবে বিরাটের ব্যাঙ্গালুরু (RCB)। তাই ‘বিরাট’…

RCB Virat Kohli in Net Practice Session of IPL 2025

২২ মার্চ শুরু হচ্ছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। প্রথম ম্যাচেই গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইট রাইডার্সদের (KKR) মুখোমুখি হবে বিরাটের ব্যাঙ্গালুরু (RCB)। তাই ‘বিরাট’ দর্শন ঘিরে উন্মাদনার থার্মোমিটারে চড় চড়িয়ে চড়ছে পারদ। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অলৌকিক দৃশ্যের সাক্ষী হল কলকাতার ক্রিকেটপ্রেমীরা। আরসিবির প্রাক্তন নেতা বিরাট কোহলিকে (Virat Kohli) এক ঝলক দেখার জন্য ইডেন গার্ডেনের বাইরে জমল তার কয়েক হাজার ভক্তের ভিড়।

অপেক্ষা সরকারি ঘোষণার IPL শুরুর আগেই KKR বড় ম্যাচ সরছে এই রাজ্যে

   

বিরাট কোহলি, যিনি ক্রিকেট জগতের ‘কিং’ নামে পরিচিত। এই মাটিতে পা রাখতেই যেন সময় থমকে দাঁড়াল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম প্র্যাকটিস সেশনের জন্য বুধবার বিকেলে কলকাতায় পৌঁছেছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় শুরু হওয়ার কথা ছিল প্র্যাকটিস। কিন্তু তার অনেক আগে থেকেই ইডেনের বাইরে ভিড় জমতে শুরু করে। সামনে থেকে কোহলির কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভক্তরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন।

বিরাট যখন বাস থেকে নামলেন, তখন স্টেডিয়ামের চারপাশে উচ্চারিত হল স্লোগান—‘যব তাক সুরজ চন্দা রহেগা, বিরাট তেরা নাম রহেগা।’ তাকে দেখার জন্য উন্মাদনা ছড়িয়ে পড়ল। সমর্থকরা মোবাইল ফোন হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। শুধু ভক্তরাই নন, মিডিয়ার লোকজনও এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ছাড়লেন না। হবে নাই বা কেন! তিনি তো বিরাট কোহলি—ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। তবে কোহলি নিজে ছিলেন পুরোপুরি নির্লিপ্ত। কারও দিকে না তাকিয়ে, সটান ড্রেসিংরুমের দিকে পা বাড়ালেন। কিন্তু তাঁর আগমনের খবর যে ক্লাবহাউজে উপস্থিত সমর্থকদের কানে পৌঁছে গেছে, তা মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে গেল।

আইপিএল জয়ের লক্ষ্যে পুজো পাঞ্জাব কোচ পন্টিংয়ের

আরসিবির প্র্যাকটিস শুরুর প্রায় এক ঘণ্টা আগে থেকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মাঠে প্র্যাকটিস করছিল। হঠাৎই দেখা গেল, অনুশীলন দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের ভিড় ক্লাবহাউজের বাঁ দিকে সরে গেল। বোঝাই গেল, ইডেনে কোহলির প্রবেশ ঘটেছে। বাস থেকে সবার আগে নামলেও, মাঠে তিনি নামলেন সবার শেষে। দুটো ব্যাট হাতে নিয়ে রাজকীয় ভঙ্গিতে মাঠে প্রবেশ করলেন। প্রথমে কিছুক্ষণ থ্রো-ডাউন প্র্যাকটিস করলেন। তারপর কে-ব্লকের সামনের নেটে ব্যাটিং শুরু করলেন। এরপর মাঠের মাঝের পিচে গিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যাট করতে দেখা গেল তাঁকে। পুরো সময় তিনি ছিলেন নিজের মেজাজে একজন রাজার মতো।

ইডেনের পরিবেশ যেন কোহলির জন্যই তৈরি হয়েছিল। তাঁর প্রতিটি শটে সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছিল। কখনও কভার ড্রাইভ, কখনও লফটেড শট—প্রতিটি মুহূর্তে বোঝা গেল, কোহলি তাঁর সেরা ফর্মে রয়েছেন। নেটে তিনি যেন শুধু ব্যাটিংই করেননি, সমর্থকদের মনে আশার আলো জ্বালিয়ে দিয়েছেন। এই প্র্যাকটিস সেশন শুধু আরসিবির প্রস্তুতির অংশ ছিল না, বরং কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য একটি উৎসব হয়ে উঠেছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harshitha S (@rcb_in_vines.fc)

কোহলির এই রাজকীয় উপস্থিতি আরও একবার প্রমাণ করল, তিনি শুধু একজন খেলোয়াড় নন, ক্রিকেটের এক অমর নাম। ইডেনে তাঁর পা পড়তেই যেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা নিজেদের ভাগ্যবান মনে করল। আগামী ম্যাচে তিনি কী করবেন, সেটা দেখার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হয়ে গিয়েছে।

 

RCB star Virat Kohli Practice Session in Kolkata Eden Garden Stadium ahead of KKR match in IPL 2025