আইপিএল মেগা অকশন ২০২৫-এর আগে বড় খবর সামনে আসছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) রিটেনশন তালিকায় বড় পরিবর্তন হতে পারে। বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে আরসিবি তাদের প্রধান পেসার মহম্মদ সিরাজকে রিলিজ করতে চলেছে। এর ফলে মহম্মদ সিরাজ আইপিএল মেগা অকশনের অংশ হতে পারেন। এর আগে, আরসিবি আইপিএল মেগা অকশনের আগে সিরাজকে রিটেন করেছিল, তবে এইবার তাকে রিটেন করার সম্ভাবনা খুব কম (Mohammed Siraj RCB Release)।
চলতি বছরটা খুব একটা ভালো যায়নি মহম্মদ সিরাজের। ভারতের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি দাক্ষিণাত্যের এই তারকা পেসার। এর পাশাপশি রয়েছে বল হাতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে জঘন্য পারফরম্যান্স। যেখানে উপমহাদেশীয় উইকেটে বুমরাহ পরস্পর উইকেট পাচ্ছেন সেখানে মহম্মদ সিরাজ কিছুটা হলেও নিষ্ক্রিয়। তাই হয়ত সিরাজের ব্যাপারে খুব একটা আগ্রহী নয় ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।
Reports : RCB To Release Mohammed Siraj For IPL 2025 pic.twitter.com/txJnKuMwMg
— Cricket Chamber (@cricketchamber) October 31, 2024
সিরাজের খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে আরসিবি কাদের রিটেন করতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আরসিবি বিরাট কোহলি ছাড়াও রজত পাটিদার ও যশ দয়ালকে রিটেন করতে পারে। তবে মহম্মদ সিরাজসহ আরও কিছু বড় নাম রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আরসিবির হয়ে সিরাজের পারফরম্যান্স চমৎকার ছিল, তবে দল এখন অন্যান্য বিকল্প খুঁজছে (Mohammed Siraj RCB Release)। এছাড়া, ক্যামেরন গ্রিনের চোট আরসিবির জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ তিনি চোটের কারণে পরবর্তী মরশুমে না-ও খেলতে পারেন।
মতপার্থক্যের জেরে বাতিল ঋষভ! দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বে ফিরছেন শ্রেয়স
প্রসঙ্গত উল্লেখ্য যে বেশ কিছুদিন আগে প্রকাশিত মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি আবারও আরসিবির অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন। আইপিএলে এখনও প্রথম শিরোপা অধরা থাকা আরসিবি এর আগে তিনবার ফাইনালে পৌঁছেছে, তবে কখনো শিরোপা জিততে পারেনি। ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে পৌঁছালেও তাদের শিরোপা জয় হয়নি। এখন দেখার বিষয়, আইপিএল মেগা অকশন ২০২৫-এর আগে আরসিবি কাদের রিটেন করে।