Ravichandran Ashwin : টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করলেন অশ্বিন

ভারতীয় দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করেছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে অনিল কুম্বলের (Anil Kumble) ক্লাবে ঢুকে পড়লেন তিনি।…

Ravichandran Ashwin and Ravindra Jadeja

ভারতীয় দলের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করেছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে অনিল কুম্বলের (Anil Kumble) ক্লাবে ঢুকে পড়লেন তিনি। নিজের ৯৮তম টেস্টে ১৮৪ ইনিংসে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অশ্বিন (Ravichandran Ashwin Test Wickets)। 

ইংল্যান্ডের (IND vs ENG) ওপেনার জ্যাক ক্রলির উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি। সব মিলিয়ে বিশ্বের নবম বোলার হিসেবে এই অঙ্ক স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া বিশ্বের পঞ্চম স্পিনার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে যোগ দিয়েছেন তিনি। দ্রুততম ৫০০ উইকেট নেওয়া ভারতীয়ের ক্ষেত্রে কুম্বলেকে ছাপিয়ে গিয়েছেন অশ্বিন। নিজের ১০৫তম টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন অনিল কুম্বলে। অশ্বিন তাঁর ৯৮তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন। বিশ্বের দ্রুততম ৫০০ টেস্ট উইকেটের রেকর্ড মুথাইয়া মুরলিধরনের। 

বিশ্বের দ্রুততম ৫০০ টেস্ট উইকেট

বল অনুযায়ী

  • ২৫৫২৮ বল – গ্লেন ম্যাকগ্রা
  • ২৫৭১৪ বল – রবিচন্দ্রন অশ্বিন
  • ২৮১৫০ বল – জেমস অ্যান্ডারসন
  • ২৮৪৩০ বল – স্টুয়ার্ট ব্রড
  • ২৮৮৩৩ বল – কোর্টনি ওয়ালশ

ম্যাচ অনুযায়ী

  • মুথাইয়া মুরলিধরন- ৮৭তম টেস্ট
  • রবিচন্দ্রন অশ্বিন- ৯৮তম টেস্ট
  • অনিল কুম্বলে – ১০৫তম টেস্ট
  • শেন ওয়ার্ন- ১০৮তম টেস্ট
  • গ্লেন ম্যাকগ্রা- ১১০তম টেস্ট

https://twitter.com/BCCI/status/1758432921881317709?t=CgMNS5qFqnowFa9tkOV6OA&s=19

রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের পাশাপাশি ৩৩০৮ রান রয়েছে। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ৫টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে ১১৬ ম্যাচে ৭০৭ রান ও ১৫৬ উইকেট রয়েছে অশ্বিনের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ৬৫ ম্যাচে ৭২ উইকেট নিয়েছেন অশ্বিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ অশ্বিনকে শুভকামনা জানিয়ে এক্স-এ পোস্ট করেছেন।