Women’s League: জাতীয় মহিলা লিগে জয়ের সরনীতে ফিরল লাল-হলুদ, রত্নার গোলে ম্যাচ জয়

অবশেষে এল জয়। আজ বিকেলে জাতীয় মহিলা লিগের (National Women’s League) দ্বিতীয় ম্যাচে কাহানি এফসির মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড।

East Bengal Secures Win in National Women's League with Ratna Halder's Goal

অবশেষে এল জয়। আজ বিকেলে জাতীয় মহিলা লিগের (National Women’s League) দ্বিতীয় ম্যাচে কাহানি এফসির মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। দলের হয়ে একমাত্র গোল করেন অধিনায়িকা রত্না হালদার। যারফলে, ব্যর্থতা ভুলে এবার জাতীয় লিগের প্রথম জয় তুলে নিল সুজাতা করের দল।

উল্লেখ্য, গত ম্যাচে গোকুলাম কেরালার কাছে বাজে ভাবে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। সেইমতো আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় কলকাতার এই দল। তবে পাল্টা আক্রমণ করতে ভোলেনি কাহানির ফুটবলাররা।

একাধিকবার গোলের সহজ সুযোগ এলে তা নিশ্চিত করতে ব্যর্থ হয় কাহিনি এফসি। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল। তারপর দ্বিতীয়ার্ধ থেকে উভয় দল একাধিকবার আক্রমণ শানাতে থাকে। তবে ম্যাচের ঠিক ৭৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকেই ১-০ ব্যবধানে দলকে এগিয়ে দেন অধিনায়ক রত্না হালদার। শেষপর্যন্ত তার করা গোলেই ম্যাচ জেতে ইমামি ইস্টবেঙ্গল।

উল্লেখ্য, এবারের এই জাতীয় লিগে শুরুতেই ব্যাপকভাবে ধাক্কা খেয়েছিল লাল-হলুদের মহিলা দল। প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসির কাছে ৮-২ গোলের ব্যবধান পরাজিত হতে হয়েছিল সুজাতা করের দল কে। যা দেখছি রীতিমতো হতাশ হয়েছিল সকলেই। তবে এবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ থেকেই জয়ে ফিরল দল।