ভূমিকম্পে আফগানিস্তানে মৃত্যুর মিছিল, বিশ্বকাপের টাকা দিলেন রশিদ খান

দল হারলেও মন জিতলেন রশিদ খান। গত শনিবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে হাজার-হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির লেগ স্পিনার রশিদ খান।…

দল হারলেও মন জিতলেন রশিদ খান। গত শনিবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে হাজার-হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশটির লেগ স্পিনার রশিদ খান। চলমান বিশ্বকাপ থেকে পাওয়া ম্যাচ ফির পুরো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দিয়েছেন তিনি।

দেশের বিপদে ভীষণভাবে ভেঙে পড়েছেন আফগান অধিনায়ক। তাই দেশের মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষ করে সামাজিক মাধ্য়ম X(পূর্বে টুইটার)-এ রশিদ লেখেন, “আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের খবর পেলাম। মূলত দেশের দক্ষিণ প্রান্ত হেরাত (হেরাত, ফারাহ এবং বাডঘিস) প্রদেশে ধ্বংসলীলা চালিয়েছে এই ভূমিকম্প। আমি এখনই ঘোষণা করছি, এই বিশ্বকাপের সমস্ত ম্য়াচ ফি আমি ক্ষতিগ্রস্থদের জন্য় দান করছি। খুব তাড়াতাড়ি আমরা তহবিল সংগ্রহ অভিযান শুরু করব। যাঁরা সাহায্যের জন্যে এগিয়ে আসতে চান, এগিয়ে আসতে পারেন। ” এই সিদ্ধান্তের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ও আশীর্বাদ কুড়িয়ে নিচ্ছেন রশিদ। দেশের পাশে দাঁড়িয়ে একজন ভালো মানুষের পরিচয় দিয়েছেন তিনি বলে মনে করছেন নেটজনতা।

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। রবিবার তালেবান সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান।মাত্র ১৫৬ রানেই শেষ হয়ে যায় তারা। এবার দিল্লিতে ভারতের বিরুদ্ধে খেলবেন রশিদেরা।