শনিবারের ম্যাচে নামবেন আনোয়ার? নতুন ‘নির্দেশ’ ঘিরে প্রবল জল্পনা

সোশ্যাল মিডিয়ায় আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রঞ্জিত বাজাজের (Ranjit Bajaj) করা পোস্ট অনুযায়ী, ফেডারেশনের (AIFF) নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে…

Anwar Ali East Bengal

সোশ্যাল মিডিয়ায় আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রঞ্জিত বাজাজের (Ranjit Bajaj) করা পোস্ট অনুযায়ী, ফেডারেশনের (AIFF) নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে দিল্লির উচ্চ আদালত।

Advertisements

East Bengal FC: বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবে তালাল?

Advertisements

আনোয়ার আলিকে চার মাসের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন সর্বভারতীয় ফুটবল নিয়ামক প্লেয়ার্স স্টেটাস কমিটি। সেই সঙ্গে ধার্য করা হয়েছিল বড় অংকের জরিমানা। প্রশ্ন উঠতে শুরু করে, কমিটি আদৌ কোনও ফুটবলারকে শাস্তি দিতে পারে কি না?

প্লেয়ার্স স্টেটাস কমিটির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল (East Bengal FC)। আজ ছিল মামলার শুনানি। আনোয়ার ইস্যুতে দিল্লির আদালত কী সিদ্ধান্ত নেয় সে ব্যাপারে উৎসাহী ভারতীয় ফুটবল প্রেমীরা।

দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ সোশ্যাল মিডিয়ায় জানান, ‘যারা খুব তাড়াতাড়ি যারা আনন্দে লাফিয়ে উঠেছিলেন- টাকা এবং অযৌক্তিক প্রভাব প্রতিবার জিততে পারে না। ন্যায় পাওয়া যাবেই। সর্বদা এআইএফএফের চেয়ে আদালতের ওপর বেশি আস্থা রেখেছি এবং কখনও নিরাশ হইনি। নির্দেশে স্থগিতাদেশ।’

রোনাল্ডোই সর্বকালের সেরা! সংখ্যাই বলে দিচ্ছে সবটা

বাজাজের এই পোস্টের পর ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কমিটির নির্দেশে স্থগিতাদেশ থাকার অর্থ এখনই হয়তো চার বছরের নির্বাসনের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আনোয়ার আলি কি ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরশুমে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে খেলতে পারবেন? বির্তক থাকার পরে ইস্টবেঙ্গল এফসির অনুশীলনে যোগ দিয়েছিলেন আনোয়ার। ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে শনিবার, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। কোর্টের রায়কে কাজে লাগিয়ে হেড কোচ কার্লেস কুয়াদ্রত কি আনোয়ারকে মাঠে নামাবেন? সেটা হবে দেখার বিষয়।