Ranji Trophy: এক পয়েন্ট পেলেই নক আউটে বাংলা

মরশুমের প্রথম দুই ম্যাচ জিতে রঞ্জির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে জায়গা প্রায় করে ফেলেছে বাংলা। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই কোয়ার্টারে চলে যাবে তারা। এমন…

Ranji Trophy: এক পয়েন্ট পেলেই নক আউটে বাংলা

মরশুমের প্রথম দুই ম্যাচ জিতে রঞ্জির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে জায়গা প্রায় করে ফেলেছে বাংলা। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই কোয়ার্টারে চলে যাবে তারা। এমন অবস্থাতেও চণ্ডীগড়ে বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ফের একবার জয়ের স্বপ্ন দেখছেন অভিমন্যু ঈশ্বরণ,অনুষ্টুপ মজুমদাররা।নেপথ্যে নায়ক সায়ন শেখর মন্ডল। 

প্রথম ইনিংসে ৪৩৭ রান তোলার পর দ্বিতীয় দিনে চণ্ডীগড়কে বল হাতেও চাপে ফেলে দিল বাংলা। ১৩৩ রানে চণ্ডীগড়ের ৬ উইকেট তুলে নিলেন বাংলার বোলাররা। এদিন ব্যাট হাতে ৯৭ রানে অপরাজিত থেকে যেতে হয়েছিল সায়ন শেখর মন্ডলকে। বল হাতে তিনি নিলেন দুই উইকেট। তিন উইকেট নিয়েছেন নীলকন্ঠ দাস। 

Advertisements

চণ্ডীগড়ের বিরুদ্ধে বড় রান তোলার পর থেকেই বল হাতে আত্মবিশ্বাসী দেখা যায় বাংলাকে। বল হাতে শুরু থেকেই উইকেট নিতে থাকেন তাঁরা। মুকেশ কুমার ফিরিয়ে দেন অনূর্ধ্ব১৯ বিশ্বকাপজয়ী দলের হারনুর সিংহকে।তৃতীয় দিনে চণ্ডীগড়কে ফলো-অন করানোর চেষ্টা করবে বাংলা।