লাহলির বংশী লাল স্টেডিয়ামে খেলবে বাংলা নামছে হরিয়ানার বিরুদ্ধে। রনজিতে (Ranji Trophy) একটিও ম্যাচে হারেনি বাংলা। পাঁচ ম্যাচে ২৫ পয়েন্ট। লাহলির পিচ প্রবল গতিময়। ম্যাচের ফয়সালা অবসম্ভাবি।নকআউটে ওঠাই লক্ষ্য মনোজ তিওয়ারির দলের। বাংলার তিন জোরে বোলার ও দুই স্পিনার রয়েছে।
হরিয়ানাকে চাপে ফেলতে অসুবিধা হবে না মনোজদের। অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার ও অধিনায়ক মনোজ নিজেও ব্যাটিংয়ের ভরসা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে থাকায় অলরাউন্ডার শাহবাজ আহমেদ নেই বাংলা দলে।
ইতিমধ্যেই জাতীয় দলের শিবিরে যোগ দিয়েছেন। শাহবাজ অনুপস্থিতিতে প্রদীপ্ত প্রামাণিকের দায়িত্ব বাড়ল। পেস বোলার মুকেশ কুমার, আকাশ দীপ এবং ঈশান পোড়েল ছাড়াও লাহলির পিচে প্রথম একাদশে বাড়তি একজন জোরে বোলার দলে রাখার সম্ভাবনা রয়েছেই।