ইন্টার কাশী ছেড়ে গোকুলামে ফিরলেন রক্ষিত ডাগর

ফের গোকুলাম কেরালা এফসিতে যোগদান করলেন রক্ষিত ডাগর (Rakshit Dagar)। চলতি ফুটবল মরসুমের শুরুতে আইএসএলের ফুটবল ক্লাব জামশেদপুর এফসি থেকে বারাণসীর ইন্টার কাশীতে যোগদান করেছিলেন…

Rakshit Dagar Returns to Gokulam Kerala FC After Short Stint with I-League’s Inter Kashi

ফের গোকুলাম কেরালা এফসিতে যোগদান করলেন রক্ষিত ডাগর (Rakshit Dagar)। চলতি ফুটবল মরসুমের শুরুতে আইএসএলের ফুটবল ক্লাব জামশেদপুর এফসি থেকে বারাণসীর ইন্টার কাশীতে যোগদান করেছিলেন এই ভারতীয় গোলরক্ষক। কিন্তু সেই দলের কোচ আন্তোনিও লোপেজ হাবাসের খুব একটা ভরসাযোগ্য হয়ে উঠতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই প্রথম দলে সুযোগ পাওয়া নিয়ে দেখা দিয়েছিল একাধিক সমস্যা। যারফলে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে অন্যত্র পাঠানোর পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের।

এক্ষেত্রে আইলিগের একাধিক ফুটবল ক্লাব তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করলে ও বাকিদের তুলনায় অনেকটাই এগিয়েছিল কেরালার আইলিগ জয়ী এই ফুটবল দল। শেষ পর্যন্ত নিজের পুরনো ক্লাবেই ফেরার সিদ্ধান্ত নিলেন রক্ষিত ডাগর। কিছু সময় আগেই নিজেদের সোশ্যাল সাইটে এই ভারতীয় গোলরক্ষকের যোগদানের কথা ঘোষণা করে গোকুলাম কেরালা এফসি। তাঁর ফেরায় আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে গোকুলাম শিবির।

Advertisements

একটা সময় কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের অন্যতম ভরসাযোগ্য গোলরক্ষক ছিলেন রক্ষিত ডাগর। পরবর্তীতে সুদেবা দিল্লি এফসিতে যোগদান করেন তিনি। সেখান থেকেই পরের মরসুমে তাঁকে দলে টেনে নিয়েছিল গোকুলাম কেরালা এফসি। নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলেন প্রতিনিয়ত। তাঁর পারফরম্যান্স বিচার করেই চূড়ান্ত করে জামশেদপুর এফসি। কিন্তু নতুন সিজনে সেখান থেকে পুনরায় আই লীগের ফিরে আসতে হলেও শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ফিরে গেলেন গোকুলামেই।

নিজের চেনা পরিবেশে আদৌ কতটা সক্রিয় হয়ে উঠতে পারেন। দিল্লির এই গোলরক্ষক এখন সেদিকেই নজর থাকবে সকলের।