Duleep Trophy Final : ফাইনালের মঞ্চে শতরান কোহলির সতীর্থের, সুযোগ পাবেন ভারতীয় দলে?

দ্বিতীয় দিনের শেষে ম্যাচ প্রায় একতরফা। বল হাতে শাসন, ব্যাট হাতে দাপট সব কিছুই এখন সেন্ট্রাল জোনের নিয়ন্ত্রণে। ২০২৫ দলীপ ট্রফির ফাইনালে (Duleep Trophy Final)…

Rajat Patidar centuries leave Central in command of Duleep Trophy Final

দ্বিতীয় দিনের শেষে ম্যাচ প্রায় একতরফা। বল হাতে শাসন, ব্যাট হাতে দাপট সব কিছুই এখন সেন্ট্রাল জোনের নিয়ন্ত্রণে। ২০২৫ দলীপ ট্রফির ফাইনালে (Duleep Trophy Final) মুখোমুখি সাউথ জোন (South Zone) ও সেন্ট্রাল জোন (Central Zone)। তবে ম্যাচের মোড় এমন জায়গায় এসে পৌঁছেছে, যেখানে ট্রফি জেতাটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন ক্রিকেট অনুরাগীরা।

World Boxing Championships : মীনাক্ষীর হাত ধরে চতুর্থ পদক ভারতের ঝুলিতে

   

সব কৃতিত্ব অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)এবং মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার যশ রাঠোরের। প্রথমে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪৯ রানে গুটিয়ে দেওয়া হয় সাউথ জোনকে। স্পিনার কুমার কার্তিকেয় ও সারাংশ জৈন দুই জনেই দারুণ ছন্দে ছিলেন। ফাইনালের মতো বড় ম্যাচে এমন বোলিং পারফরম্যান্স সেন্ট্রাল জোনের জন্য ছিল এক বিরাট প্রাপ্তি।

এরপর শুরু হয় ব্যাটিংয়ের মহাকাব্য। ওপেনার দানিশ মালেবর খেলেন ৫৩ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস। তবে দিনের নায়ক হয়ে ওঠেন অধিনায়ক রজত পতিদার। চাপের মুহূর্তে নামেন তিন নম্বরে, যখন দল হারিয়ে ফেলেছে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট। সেখানে দাঁড়িয়ে মাত্র ১১৫ বলে ১০১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১২টি চার ও দুটি ছক্কা।

Washington Sundar : এশিয়া কাপে সুযোগ না পেয়ে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন তারকা ক্রিকেটার

এই ইনিংস রজতের টানা দ্বিতীয় সেঞ্চুরি নয়, তবে চলতি দলীপ ট্রফিতে এটি তাঁর দ্বিতীয় শতরান। কোয়ার্টার ফাইনালে ঝোড়ো সেঞ্চুরি, সেমিফাইনালে সেঞ্চুরির কাছে গিয়ে থেমে যাওয়া, আর ফাইনালে এসে ফের সেই চেনা ছন্দে ফিরে যাওয়া। রজতের ফর্ম এখন ভারতীয় দলের নির্বাচকদের চোখে পড়ার মতো।

Advertisements

রজতের সেঞ্চুরির পর দলের হাল ধরেন যশ রাঠোর। ধৈর্য ও দক্ষতার মিশেলে তিনি তুলে নেন এক অনবদ্য সেঞ্চুরি। দ্বিতীয় দিনের শেষে তিনি অপরাজিত ১৩৭ রানে, খেলেছেন ১৮৮ বল। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অলরাউন্ডার সারাংশ জৈন, যিনি বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৪৭ রানে অপরাজিত।

AIFF to Super Cup : সুপার কাপ জিতলেই…! বড় সিদ্ধান্ত শোনাল ফেডারেশন

সব মিলিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় সেন্ট্রাল জোনের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৮৪ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ২৩৫ রানের লিড নিয়েছে তারা। এমন পরিস্থিতিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি রজতের দলের হাতে।

Rajat Patidar centuries leave Central in command of Duleep Trophy Final