Durand Cup: বড় দলের বিরুদ্ধে ইতিহাস গড়ার খুব কাছে ছিলেন ক্রোমারা

ঐতিহাসিক Durand Cup-এ আলোচনায় উঠে এসেছিলেন আন্সুমানা ক্রোমা। এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে শনিবার মাঠে নেমেছিল ভারতের একটি স্থানীয় দল – বোড়োল্যান্ড এফসি। এই দলের অন্যতম প্রধান ফুটবলার আন্সুমানা ক্রোমা।

Rajasthan United FC narrowly defeat Bodoland FC

ঐতিহাসিক Durand Cup-এ আলোচনায় উঠে এসেছিলেন আন্সুমানা ক্রোমা। এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে শনিবার মাঠে নেমেছিল ভারতের একটি স্থানীয় দল – বোড়োল্যান্ড এফসি। এই দলের অন্যতম প্রধান ফুটবলার আন্সুমানা ক্রোমা।

সাই এর মাঠে মুখোমুখি হয়েছিল বোড়োল্যান্ড এফসি এবং রাজস্থান ইউনাইটেড। খাতায় কলমে আসামের কোকরাঝারের স্থানীয় দলটির তুলনায় অনেকটা এগিয়ে এদিন মাঠে নেমেছিল আই লীগ খেলা দলটি। তবুও মাঠের লড়াই দেখে সেটা বোঝার উপায় ছিল না। অখ্যাত ফুটবলারদের নিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লীগের দলের বিরুদ্ধে দারুণ লড়াই দিল বোড়োল্যান্ড এফসি। রাজস্থান ইউনাইটেডের থেকে কিছুটা পয়েন্ট ছিনিয়ে নিলেও সেটা হতো ১৩২তম ডুরান্ড কাপ আসরের চমক।

দুই দলই এদিনের ম্যাচে বিদেশি ফুটবলারদের কাজে লাগিয়েছিল। বোড়োল্যান্ড এফসি পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল ইতিহাস ছোঁয়ার তাগিদে। আপ ফ্রন্টে নবাগত বিদেশি ফুটবলারকে রেখে দল প্রথম একাদশ সাজিয়েছিল রাজস্থান ইউনাইটেড। বিরতির আগের পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। নির্ধারিত প্রথম ৪৫ মিনিটে খেলার ফল ছিল ১-১। গোল হল বিরতির পর।

রাজস্থান ইউনাইটেডের হয়ে বিরতির পর গোল করলেন উইলিয়ামস। এটিই হয়ে রইল নির্ণায়ক গোল। সেই সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আশাহত হলেন বোড়োল্যান্ড এফসির ফুটবলাররা। আশাহত হয়েছেন ফুটবল প্রেমী জনতাও। কারণ প্রচণ্ড বৃষ্টি। জল জমতে শুরু করেছিল মাঠে। এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছিল খেলা। বিজয়ী দল হিসেবে মাঠ ছাড়ল রাজস্থান ইউনাইটেড।