IPL 2024: রাজস্থানের ফর্ম চাপ বাড়াচ্ছে ধোনির সুপার কিংসের ওপর

rajasthan royals put pressure on csk ipl 2024

রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এই মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। প্রথমে লখনউ সুপারজায়ান্টকে ২০ রানে হারিয়েছে সঞ্জু স্যামসনের দল। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকেও হারাল রাজস্থান। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে (IPL 2024) চেন্নাই সুপার কিংসের (CSK) চিন্তা বাড়িয়েছে রাজস্থান রয়্যালস।

দিল্লিকে ১২ রানে হারিয়ে আইপিএল ট্রফি জয়ের দাবি জোরালো করেছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস। রাজস্থানের জয়ের আগে চেন্নাই সুপার কিংসই একমাত্র দল ছিল যারা ২ ম্যাচের ২টিতে জয় পেয়েছে। সিএসকে ছাড়া বাকি দলগুলি হয় একটি ম্যাচ জিতেছিল অথবা প্রথম জয়ের সন্ধানে ছিল। তবে এবার সেই তালিকায় নাম নথিভুক্ত করল রাজস্থান রয়্যালস।

   

এই মুহূর্তে ৪ পয়েন্ট ও ১.৯৭৯ রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস। ৪ পয়েন্ট ও ০.৮০০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গোলাপি শহরের দল।

বর্তমানে আইপিএল পয়েন্ট তালিকায় এমন ৫টি দল আছে, যারা ১ ম্যাচ জিতে ২ পয়েন্ট পেয়েছে। পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট ও ০.৬৭৫ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ২ পয়েন্ট ও ০.২০০ নেট রান রেট নিয়ে চতুর্থ স্থানে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ২ পয়েন্ট ও ০.০২৫ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। -০.১৮০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এছাড়া ২ পয়েন্ট ও -০.১৪২ নেট রান রেট নিয়ে সপ্তম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স।

এখনও এমন ৩টি দল আছে, যাদের জয়ের খাতা এখনও খোলেনি। মুম্বাই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলেছে এবং দুটিতেই হেরেছে। দিল্লি ক্যাপিটালসও ২টি ম্যাচে জয় পায়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন