CFL: উৎসবের মরসুমে কালীঘাটে এসেছে খারাপ খবর

Rainbow AC runners up in cfl premier b

লিগের (CFL) শেষ লগ্নে ঘটেছে অঘটন। পরাজিত কালীঘাট এমএস। ন’জনের প্রতিপক্ষকে পেয়েও জিততে পারেনি তারা। প্রিমিয়ার এ ডিভিশনের পাশপাশি জমাটি হয়েছিল এবারের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার বি ডিভিশন। অনেক চড়াই-উৎরাই হয়েছে প্রতিযোগিতায়। একাধিক তরুণ ফুটবলার নজর কেড়েছেন। গুরুত্বপূর্ণ ছিল রেনবো বনাম কালীঘাট ম্যাচ।

রেনবো হারিয়ে দিয়েছে তুলনামূলক শক্তিধর কালীঘাটকে। রেনোবোর পক্ষে ম্যাচের ফল ২-১। দলের দুজন খেলোয়াড় মাঠ ছেড়ে ছিলেন। তারপরেও এসেছে জয়। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কালীঘাট।

   

কালীঘাটের বিরুদ্ধে এই জয়ের সুবাদে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার বি ডিভিশনের রানার্স আপ হয়েছে রেনবো। প্রথম লেগে তারা ০-১ গোলে হেরে গিয়েছিল। এটাই ছিল এবারের লিগে তাদের শেষ ম্যাচ। শেষটা মন্দ হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন