বৃষ্টির ছায়া লর্ডসে! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন কে হবে?

WTC Final 2025 between Australia vs South Africa

লর্ডসের ঐতিহাসিক মাটিতে ১১ জুন থেকে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেট বিশ্বকাপের (World Test Championship) আসর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2025) এবার মুখোমুখি অস্ট্রেলিয়া (Australia) ও দক্ষিণ আফ্রিকা (South Africa)। দুই শক্তিশালী টেস্ট দল, যারা কঠিন পথ পেরিয়ে উঠেছে ফাইনালে। তবে সব কিছুর মাঝেই চিন্তার মেঘ—আক্ষরিক অর্থেই। কারণ, খেলার পাঁচ দিন জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা (Rain Threat)।

স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ২৫ শতাংশ। বাকি দিনগুলোতেও আকাশ থাকবে মেঘলা। ক্রিকেটপ্রেমীরা আশা করলেও প্রকৃতির উপর তো কারও হাত নেই। তাই এখন সবার মনে একটাই প্রশ্ন—এই ফাইনাল যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, অথবা ম্যাচ যদি ড্র বা টাই হয়, তবে কি হবে? কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন?

   

আইসিসির নিয়ম কী বলছে?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বিশেষ নিয়ম নির্ধারণ করেছে। যেখানে বলা হয়েছে, ফাইনাল ম্যাচ যদি ড্র বা টাই হয়, অথবা বৃষ্টির কারণে পুরোপুরি খেলা না হয়, তবে উভয় দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ কোনও সুপার ওভার, রানরেট বা লিগ পর্বে পয়েন্টের ভিত্তিতে কাউকে এগিয়ে রাখা হবে না।

আইসিসির মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্যায়ে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে সমান সংখ্যক ম্যাচ খেলে না। আবার প্রতিপক্ষ দলও এক নয়। তাই লিগ তালিকায় এগিয়ে থাকা দলকে ফাইনালে বাড়তি সুবিধা দেওয়া যুক্তিযুক্ত নয়। সেজন্যই ফাইনাল ম্যাচে জয়-পরাজয়ের বাইরে অন্য কোনো হিসেব কার্যকর হয় না।

রিজার্ভ ডে: একটি বাড়তি সুযোগ

আইসিসি ফাইনালের জন্য একটি ‘রিজার্ভ ডে’ (Reserve Day) রাখে। এই রিজার্ভ দিন মূলত সেই সময় কাজে আসে, যখন নির্ধারিত পাঁচ দিনে খেলার কিছু অংশ বৃষ্টির কারণে নষ্ট হয়। অর্থাৎ, নির্ধারিত দিনে যে সময়ের খেলা হওয়ার কথা ছিল, সেটা যদি সম্পূর্ণ না হয়, তাহলে ষষ্ঠ দিনে সেই ওভারগুলো খেলার সুযোগ দেওয়া হয়।

২০২১ সালের ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচেও এই রিজার্ভ ডে ব্যবহৃত হয়েছিল। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। ফলে, ম্যাচ ষষ্ঠ দিনে গড়ায় এবং সেই অতিরিক্ত দিনের খেলাতেই চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড।

ফাইনালের ইতিহাস: ভারত বারবার হতাশ

এবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল অজি বাহিনী। গতবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল তারা। অন্যদিকে ভারত প্রথম দুইবার ফাইনালে উঠেও শিরোপার মুখ দেখেনি। প্রথমবার নিউজিল্যান্ড, দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার দল।

এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা। তারা কখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেনি। এই প্রথমবার তারা ফাইনালে উঠেছে এবং শিরোপার খোঁজে মাঠে নামবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleশাহরুখ-সলমনের স্পাই ফিল্মে নতুন চমক আনছে যশ রাজ
Next articleমলদ্বীপের মুখ এখন ক্যাটরিনা! গ্লোবাল অ্যাম্বাসাডর হলেন বলি ডিভা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।