বৃষ্টি বিঘ্নিত বক্সিং ডে সিরিজ, চর্চিত মিস্টার সেঞ্চুরিয়ান

Sports Desk: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নের দ্বিতীয় দিন বৃষ্টি বিঘ্নিত। এই প্রতিবেদন লেখার সময়ে একটিও বল ডেলিভারি হয়নি সুপারস্পোর্টস পার্কে। গোটা পিচ…

Rain on 'Boxing Day' Test day

Sports Desk: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নের দ্বিতীয় দিন বৃষ্টি বিঘ্নিত। এই প্রতিবেদন লেখার সময়ে একটিও বল ডেলিভারি হয়নি সুপারস্পোর্টস পার্কে। গোটা পিচ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এমন সময়ে দাঁড়িয়ে কেএল রাহুলের সপ্তম টেস্ট সেঞ্চুরি নিয়ে ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং’র টুইট ভাইরাল হয়েছে।

যুবি’র টুইট পোস্ট,”সেখানে কিছু চরিত্র দেখিয়েছে ছেলেটি ‘কী একটি নক ✊ @klrahul11 ভাল খেলেছে @mayankcricket #IndiavsSA”। ভারতীয় ওপেনার হিসেবে বিদেশের মাটিতে সবথেকে বেশি টেস্ট ক্রিকেটে শতরানের মালিক কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের মোট ১৫ টি। এরপরেই রয়েছে কেএল রাহুলের নাম ৫ টি শতরান, তিন নম্বরে বীরেন্দ্র সেহবাগের ৪ টি শতরান রয়েছে, বিদেশের মাটিতে।

   

বক্সিং ডে টেস্টে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর “মিস্টার সেঞ্চুরিয়ন” কেএল রাহুল গাড়িতে চেপে টিম হোটেলে ফেরার পথে বিসিসিআই’র টুইট ভিডিও নিজের প্রতিক্রিয়াতে বলেন,”এটা সত্যি খুবই স্পেশাল আমার কাছে, প্রতিটি শতরানের মতো। এটা খুবই আনন্দের মুহুর্ত,অনেক আবেগের চাঁদড়ে মোড়ানো পথে এই শতরান। টানা ৬-৭ ঘন্টা খেলে, লড়াই করে এই ইনিংস, একজন খেলোয়াড়ের কাছেও তৃপ্তিকর”।

“মিস্টার সেঞ্চুরিয়ন” এই নামেই ক্রিকেট মহল এখন কেএল রাহুলকে প্রশংসিত করছে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের কঠিন সময়ে হাল ধরে রেখে শতরান করার সুবাদে। কেএল রাহুলের এমন নজরকাড়া পারফরম্যান্সের প্রতিক্রিয়াতে সদ্য অবসর নেওয়া ভারতীয় ক্রিকেটার হরভজন সিং নিজের টুইটার হ্যাণ্ডেল ‘হরভজন টার্বোনেটর’এ পোস্ট,”ভালো খেলেছে @klrahul11 টপ ক্লাস 👌👌👏👏 @BCCI #INDvsSA “।

ইতিমধ্যেই, কেএল রাহুল দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ভারতীয় ওপেনারদের মধ্যে ওয়াসিম জাফরের সর্বোচ্চ ১১৬ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন, যা জাফর
২০০৭ কেপটাউন টেস্টে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে করেছিল। রবিবার সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে কেএল রাহুল ১২২ রানে অপরাজিত। ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে তিন টেস্ট ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ভারতীয় ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুলের দুরন্ত পারফরম্যান্স নিয়ে তোলাপাড় গোটা বিশ্বের ক্রিকেট মহল।

প্রসঙ্গত, গোটা বিশ্ব ক্রিকেট মহলের গত রবিবার কেএল রাহুলের এমন পারফরম্যান্স নিয়ে আলোচনার কারণ উইজডেন ইন্ডিয়ার টুইট পোস্ট লক্ষ্যণীয়। ওই টুইট পোস্ট হল,”টেস্ট দলে ফেরার পর থেকে কেএল রাহুলের স্কোর (দুই বছরের ব্যবধানের পর):

84, 26, 129, 5, 0, 8, 17, 46, 122*

#SAvIND”। দু,বছর পর শতরান দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে, আর এই কারণেই কেএল রাহুলের শতরান নিয়ে এত চর্চ্চা ক্রিকেট এরিনায়।