প্রস্তুতি ভালো হয়েছিল। তার ফল পেতে শুরু করেছিল দল। এরিয়ান ক্লাবের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে রেলওয়ে ফুটবল ক্লাব। শুক্রবার কলকাতা ফুটবল লিগে (CFL) মাঠে নেমেছিল রেল। কাঁকিনাড়ার নারায়ণপুরের মাঠে মুখোমুখি হয়েছিল রেলওয়ে এবং এরিয়ান। রেলওয়ে দুই গোলের ব্যবধানে জয় পেয়েছে। দলের হয়ে জোড়া গোল করেছেন মনোতোষ মাঝি।
আরও পড়ুন: CFL : ইউনাইটেড স্পোর্টসের হয়ে নজর কাড়লেন আদিবাসী-ত্রয়ী
এবারের কলকাতা ফুটবল লিগ অন্যান্যবারের তুলনায় অনেকটাই আলাদা। আগে কলকাতার মধ্যে লিগের ম্যাচ সীমাবদ্ধ থাকতো। এবার সেটা হচ্ছে না। বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ দেওয়া হয়েছে। যার ফলে সাধারণ মানুষের মধ্যে ফুটবলের প্রতি টান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: CFL : বাসুদেব মান্ডির স্বপ্নের গোল নামী তারকাকেও হার মানাবে
রেল ২-০ গোলে জয় পেলেও ম্যাচটা তাদের পক্ষে সহজ ছিল না। বিরতির আগে পর্যন্ত গোল শূন্য ছিল ম্যাচ। বিরতির পরেও বেশ কিচ্ছুক্ষণ গোল মুখ খুলতে পারেনি কোনও পক্ষই। প্রাপ্ত সুযোগের সদ্বব্যবহার করতে পারলে রেল আগেই গোল তুলে নিতে পারতো। এরিয়ানের সামনেও সুযোগ এসেছিল। শেষ পর্যন্ত রেলওয়ে ফুটবলারদের মুখে হাসি ফুটেছে। জোড়া গোল করে দলকে জয় উপহার দিয়েছেন মনোতোষ মাঝি।