National Football: রাহুলের গোলেও মুখরক্ষা হল না বাংলার

Rahul Naskar

স্বামী বিবেকানন্দ অনূর্ধ্ব-২০ ছেলেদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর (U-20 Boys National Football Championship 2024) প্রথম সংস্করণটি শুরু হয়েছে। ছত্তিশগড়ের নারায়ণপুরের রামকৃষ্ণ মিশন আশ্রম মাঠে সূচনা হয়েছে টুটনানেন্টের। ‘ই’ গ্রুপের দুটি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। প্রথম ম্যাচে উত্তরাখণ্ড ৩-১ গোলে পঞ্জাবকে হারিয়েছে। পরের ম্যাচে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু ১-১ গোলে ড্র করেছে।

Advertisements

শিবাম মুন্ডার প্রাথমিক প্রচেষ্টা গোলরক্ষক অজয় কুমার সেভ করার পর রাহুল নস্কর ওপেন নেটে বল পাঠিয়ে ৩৪ মিনিটে লিড এনে দিয়েছিল বাংলাকে। অনূর্ধ্ব-২০ ছেলেদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ এটি বাংলার প্রথম গোল। তামিলনাড়ুর সমতাসূচক গোল ৭২ তম মিনিটে রিবাউন্ডের মাধ্যমে এসেছে । ডিফেন্ডার নিশাক ই’র কার্লিং ফ্রি-কিক পোস্টে লেগে বদলি খেলোয়াড় লিহো ইউজিন থাথিউসের পায়ে লেগে জালে জড়ায়।

Advertisements

পাঞ্জাবকে ৩-১ গোলে হারিয়েছে উত্তরাখণ্ড। নবম মিনিটে বাঁ দিক থেকে আনশুল রাওয়াতের ক্রস থেকে লিড নেয় বীর সিং-এর দল। ছয় গজ দূর থেকে বোইনাও সিংয়ের কাটব্যাক থেকে গোল করে ৩৪ মিনিটে উত্তরাখণ্ডের ব্যবধান দ্বিগুণ করেন রোডু ডুয়ো। দ্বিতীয়ার্ধের মাত্র দুই মিনিটের মাথায় হর্ষ ছিমওয়ালের দারুণ পাস থেকে গোল করে ব্যবধান আরও বৃদ্ধি করেন বোইনাও। ৬৭ মিনিটে পঞ্জাব একটি সান্ত্বনাসূচক গোল পায়। আর্শপ্রীত সিং খুব কাছ থেকে বাঁ পায়ের শটে বল জড়ান জালে।