রাহুলের গোলে সমতায় ফিরল ভারত, চলছে হাড্ডাহাড্ডি লড়াই

নির্ধারিত সূচি অনুযায়ী আজ গাছিবাউলি স্টেডিয়ামে মালয়েশিয়ার সাথে ফ্রেন্ডলী ম্যাচ খেলছে ভারত (India Battles Malaysia)। যেদিকে নজর রয়েছে দেশের সকল ফুটবলপ্রেমীদের। একদিকে যেমন ভারতীয় দলের…

India vs Malaysia

নির্ধারিত সূচি অনুযায়ী আজ গাছিবাউলি স্টেডিয়ামে মালয়েশিয়ার সাথে ফ্রেন্ডলী ম্যাচ খেলছে ভারত (India Battles Malaysia)। যেদিকে নজর রয়েছে দেশের সকল ফুটবলপ্রেমীদের। একদিকে যেমন ভারতীয় দলের দায়িত্বে থেকে প্রথম জয়ের স্বাদ পেতে চাইছেন মানোলো মার্কুয়েজ অন্যদিকে ঠিক তেমনভাবেই ভারতের মাটিতে জয় ছিনিয়ে নিতে চান মালয়েশিয়া ফুটবলাররা। সেইমতো গত কয়েক সপ্তাহ ধরে নিজেদের প্রস্তুতি চালিয়েছে মালয়েশিয়া। ফিফা তালিকার বিচারে প্রতিপক্ষ কিছুটা এগিয়ে থাকলেও লড়াইটা যে খুব একটা সহজ হবে না তাঁর ইঙ্গিত মিলেছিল অনেক আগেই।

এদিন ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারেই ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর ভুলে এগিয়ে যায় মালয়েশিয়া দল। ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন জোসুই। আসলে নিজেদের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়েই এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ ফুটবল দল। তবে পরবর্তীতে যত সময় এগিয়েছে আক্রমণেথ তেজ বাড়িয়েছে ব্লু-টাইগার্সরা। যারফলে ম্যাচের ৩৯ মিনিটের মাথায় ডিফেন্ডার রাহুল ভেকের করা গোলে সমতায় ফিরে আসে মানোলো মার্কুয়েজের ছেলেরা।

   

তারপর দ্বিতীয়ার্ধ থেকেই ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করেছে লালিয়ানজুয়ালা ছাংতে থেকে শুরু করে সন্দেশ ঝিঙ্গানরা। তবে এখনও পর্যন্ত ব্যবধান বাড়াতে সম্ভব থাকেনি কোনও পক্ষ। তবে ইতিমধ্যেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন ভারতীয় তারকা লালিয়ানজুয়ালা ছাংতে। তবে সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি তিনি।

Advertisements