ডাম্বুলায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের পরে ঘটনাটি ঘটেছিল। জরিমানা করা হয়েছে আরও একজনকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সের (IPL 2024) হয়ে।
ওয়ানিন্দু হাসারাঙ্গা আম্পায়ার লিন্ডন হ্যানিবলের সাথে নো বল কল নিয়ে তর্ক করেছিলেন। ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি করায় হাসারাঙ্গাকে ৩ ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। ওয়ানিন্দু হাসারাঙ্গার পাঁচ ডিমেরিট পয়েন্টকে দুটি সাসপেনশন পয়েন্টে রূপান্তর করেছে আইসিসি।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘যেহেতু দুটি সাসপেনশন পয়েন্ট একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ থেকে নিষিদ্ধ হওয়ার সমান। তাই আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে হাসারাঙ্গাকে নিষিদ্ধ করা হয়েছে।’
জরিমানা করা হয়েছে আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজকেও (Rahmanullah Gurbaz)। একই ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় গুরবাজকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। রহমানউল্লাহ গুরবাজ আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৪ ধারা ভঙ্গ করেছেন, যেখানে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের নির্দেশ অমান্য করার কথা বলা হয়েছে।
বারবার সতর্ক করা সত্ত্বেও খেলার মাঠে ব্যাটের গ্রিপ পরিবর্তন করায় রহমানউল্লাহকে জরিমানা করা হয়েছে। দুই খেলোয়াড়ই দোষ স্বীকার করেছেন এবং আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের ক্রিস ব্রডের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অনফিল্ড আম্পায়ার লিন্ডন হ্যানিবাল ও রবীন্দ্র উইমালাসিরি, থার্ড আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে এবং চতুর্থ আম্পায়ার মার্টিনেজ দুজনকে অভিযুক্ত করেছিলেন।