ভেজা মাঠে কাজে লাগতে পারে রহিম নবির বলা টোটকা

বৃষ্টি ভেজা মাঠের সঙ্গে জড়িয়ে অনেকের শৈশিবের স্মৃতি। কঞ্চি দিয়ে বানানো দুটো গোলপোস্ট, সঙ্গে বন্ধুরা। অনন্য বর্ষাকালে ফুটবল প্রেম। যারা পেশাদার ফুটবল খেলোয়াড় তারা জানেন কাদা মাঠে ফুটবল খেলা যে কঠিন ব্যাপার। এরকম মাঠে ফুটবল খেলার জন্য দরকার টেকনিক ও অভিজ্ঞতা।

শুরু হয়েছে এবারের কলকাতা ফুটবল লিগ। ইতিমধ্যে হয়েছে বেশ কিছু ম্যাচ। সোমবারেও খেলা হয়েছে। খেলা হয়েছে বৃষ্টির জল পড়া ভেজা মাঠে। টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচ গুলোতে হয়েছে একাধিক গোল। এদিনের সব ম্যাচ মিলিয়ে গোল সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। গোলের সংখ্যা হঠাৎ কম হল কেন? এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে ভেজা মাঠ।

   

কৃত্রিম মাঠের বদলে কলকাতা ফুটবল লিগ মূলত ঘাসের মাঠেই হচ্ছে। ফলত ফুটবলারদের দৌড়তে হচ্ছে প্রতিকূলতার মধ্যে। কাদা মাঠে একটানা দৌড়লে হাঁফ ধরে যায়। খেলার গতি হয়ে যায় মন্থর, ভুল হয় পাসিং ফুটবলে। মাঠে কাদা থাকার কারণে বল অনেক সময় আটকে যায় কিংবা দ্রুত মুভ করে না। যার ফলে পরিকল্পনা মতো তৈরি হয় না আক্রমণ।

Suryakumar Yadav Catch: আরও একটা পদক পেলেন সূর্যকুমার, যোগ্য বলেই পেলেন সম্মান

কলকাতা কিংবা বাংলার মাঠে এই সমস্যা নতুন নয়। এখন যারা প্রাক্তন ফুটবলার কিংবা যারা অভিজ্ঞ, তাঁরা এরকম মাঠে বহু ম্যাচ খেলেছেন, তাঁরা জানেন এই রকম পরিস্থিতিতে কীভাবে খেললে গোল পাওয়া যেতে পারে।

সোমবার গোলশূন্যভাবে শেষ হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম খিদিরপুরের ম্যাচ। ধারাভাষ্যকর হিসেবে উপস্থিত ছিলেন রহিম নবি (Rahim Nabi)। তিনি জানালেন, ভেজা ঘাসের মাঠে ছোটো পাসের বদলে লং বল কাজে দিতে পারে। আক্রমণভাগে উদ্দেশ্যে লং বল বাড়ালে চাপ বাড়তে পারে প্রতিপক্ষের ওপর। সেই সঙ্গে কিছু দূর পাল্লার শট। মাঠ ভারী হলে ফুটবলারদের ভুল করার সম্ভাবনা বৃদ্ধি (Rahim Nabi) পায়। সেই ভুলকে কাজে লাগিয়ে চলে আসতে পারে গোল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন