Rahim Nabi: পুজোয় গ্রামের ঠাকুরদালান, ভোগ আর প্রেমের স্মৃতিতে রহিম নবি

rahim-nabi-durga-puja-memories-interview-2025
rahim-nabi-durga-puja-memories-interview-2025

সুপর্ণা পাড়ুই, কলকাতা: সাধারণ মানুষ থেকে সেলেব জগত সকলেই অপেক্ষা করে থাকেন সারা বছরের মধ্যেত এই দুর্গাপুজোর চারটি দিনের জন্য। পুজো মানেই সকলের মনেই থাকে একরাশ আনন্দ। বিনোদনজগত থেকে শুরু করে ক্রীড়াজগতও রয়েছে এই উৎসব উৎযাপনের তালিকায়। তবে আজ জেনে নেবে প্রাক্তন ফুটবলার রহিম নবি (Rahim Nabi) কীভাবে কাটাতে চলেছেন দুর্গাপুজো।

প্রশ্ন: এই বছর পুজোতে কী কী প্ল্যান রয়েছে?
উত্তর: আমার কাছে পুজো মানেই গ্রামের বাড়ইতে কাটানোর মুহূর্ত। আমার ছোট থেকেই পান্ডুয়াতে বড় হয়ে ওঠা। তাই প্রত্যেেক বছরই গ্রামের বাড়িতে চলে যাই। পরিবারের সঙ্গে সময় কাটাতে। তবে কলকাতায় বেশ কিছু পুজো উদ্বোধনের কাজ থাকে তাই কলকাতাতেও থাকতে হয়। কিন্তু আমার এই কলকতার ভিড় মানুষের ঢলে ঠাকুর দেখতে একেবারেই পছন্দ করি না।

   

গ্রামের পুজোর আনন্দ: রহিম নবির (Rahim Nabi) ঠাকুর আনা, ভোগের স্মৃতি

প্রশ্ন: ছোটবেলার কিছু স্মৃতি মনে পরে এখনও
উত্তর: হ্যাঁ মনে পরে। আমাদের কাছে পুজোর আনন্দ মানেই সারারাত জেগে ঠাকুর আনা, পাড়ার সমস্ত গাছ থেকে ফুল চুরি করা। আর বিশেষ করে এই পুজেতে ঠাকুরের ভোগ খাওয়া খুব মিস করে থাকি। তবে আমাদের সময়ে এই পুজোতে খেলা থাকতো ISL। তাই দিল্লিতে যেতে হত। কিন্তু এই নিজের এলাকার পুজোর ছেড়ে বাইরের পুজোতে একেবারেই মন ভালো লাগত না।

সরস্বতী পুজো থেকে প্রেম: রহিমের (Rahim Nabi) জীবনের রোমান্টিক শুরু

প্রশ্ন: পুজো মানেই তো এক প্রেমের মরশুম, আপনার জীবনেও কী সেরকম কিছু সিক্রেট আছে ?
উত্তর: একদম মনের কথা বলেছে। তবে আমার কাছে প্রেম শুরু হতো সরস্বতী পুজো থেকেই। আর প্রেম করেই বিয়ে করেছি। সরস্বতী পুজো থেকেই প্রেম শুরু করে তারপর সাংসারিক জীবন কাটছে ছেলে-মেয়ে ও জীবনসঙ্গীকে সঙ্গে করে নিয়েই। তবে সরস্বতী পুজো হোক বা দুর্গাপুজো আমার কাছে সমস্ত পুজোই খুব স্পেশাল।

প্রশ্ন: পুজোতে ডায়েট নাকি জমিয়ে পেটপুজো
উত্তর: না আমার ক্ষেত্রে ডায়েট চাট মানতে হয়। তবে পুজোর চারদিনের মধ্যে তো বাইরে খাওয়া-দাওয়া হয়েই থাকে।

ডায়েট ভুলে পুজোর পেটপূজো, ফার্ম হাউসে অবসর কাটানো

প্রশ্ন: মায়ের সাবেকি সাজ নাকি থিম?
উত্তর: অবশ্যাই সাবেকিয়ানা। আমার থিম একদম পছন্দের নয়। কারণ বন্ধুদের সঙ্গে ঠাকুরদালানে বসে ভোগ খাওয়া এ যেন আলাদাই আবেগ ছিল।

প্রশ্ন: ছোটবেলার কিছু স্মৃতি আজও মনে পরে
উত্তর: এই পুজোর সময়ে পড়শোনার কোনও চিন্তা থাকতে না যেটা সব থেকে আনন্দের। সারাদিন খেলছি প্যান্ডেলের সামনে গিয়ে ক্যাপ-বন্দুক নিয়ে ঘোরা খুবই আনন্দের।

প্রশ্ন: খেলা, পরিবার, কাজ ছাড়াও অবসর সময়ে কীভাবে কাটাতে স্বচ্ছন্দবোধ করেন?
উত্তর: আমার কাছে অবসর মানেই ফার্ম হাউসে যাওয়া। বেশিরভাগ সময়ই আমি এই জায়গায় থাকতে পছন্দ করি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন