Rahim Ali: ওডিশায় যোগ দিয়ে কী বললেন রহিম?

জল্পনার অবসান। নয়া ফুটবল সিজনের জন্য ওডিশা এফসিতে (Odisha FC) সই করলেন রহিম আলি (Rahim Ali)। শুক্রবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা…

জল্পনার অবসান। নয়া ফুটবল সিজনের জন্য ওডিশা এফসিতে (Odisha FC) সই করলেন রহিম আলি (Rahim Ali)। শুক্রবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে এই ফুটবল ক্লাব। যারফলে, আগামী তিনটি মরসুমের জন্য সার্জিও লোবেরার দলের হয়ে খেলবেন এই ভারতীয় ফরোয়ার্ড।

Advertisements

এই দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘ওডিশা এফসিতে যোগ দিতে পেরে আমি খুব উত্তেজিত। কোচ সার্জিও লোবেরার অধীনে খেলা একটি বড় কারণ যা আমাকে এই পদক্ষেপ নিতে রাজি করেছিল। আমি সত্যিই একটি দুর্দান্ত মরসুম শুরু করার অপেক্ষায় রয়েছি। দলের হয়ে খেলে সকল সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’

   

উল্লেখ্য, গত ফুটবল সিজনে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির হয়ে খেলতে দেখা গিয়েছিল রহিম আলিকে। কিন্তু সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ থেকেছেন তিনি। যা হতাশ করেছিল সকল সমর্থকদের। কিন্তু তবুও নতুন সিজনের জন্য এই ফুটবলারের সাথে চুক্তি বাড়ানোর পরিকল্পনা থাকলেও দল বদলের পরিকল্পনা ছিল এই ভারতীয় ফুটবলারের।

তাঁকে নেওয়ার ক্ষেত্রে একাধিক ফুটবল ক্লাব আগ্ৰহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত বাজিমাত করল ওডিশা। তাঁর যোগদানের প্রসঙ্গে কোচ সার্জিও লোবেরা বলেন,’ রহিম একজন জাতীয় দলের খেলোয়াড়, ইন্ডিয়ান সুপার লিগে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি সে আমাদের স্কোয়াডের উন্নতিতে সাহায্য করবে।’