মানোলো মার্কুয়েজ এখন অতীত। গত কাফা নেশনস কাপ থেকেই ভারতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করে আসছেন ভারতীয় কোচ খালিদ জামিল। বলাবাহুল্য, এই কোচের হাত ধরেই ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরছে ব্লু-টাইগর্সরা। গত টুর্নামেন্টে সীমিত শক্তি নিয়ে লড়াই করতে হলেও শক্তিশালী তাজিকিস্তান এবং ওমানের মতো দলকে সহজেই আটকে দিয়েছিল গুরপ্রীত সিং সান্ধুরা। সেই সুবাদে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে ব্রোঞ্জ জয় করে দেশে ফেরে আনোয়ার আলিরা। সেই নিয়ে যথেষ্ট খুশি দেশের ফুটবলপ্রেমীরা। তবে এবার আরও বড় লড়াই অপেক্ষা করে আছে ভারতীয় দলের জন্য।
কিছুদিন বাকি। তারপরেই আগামী ৯ই এবং ১৪ই অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে খেলতে নামবে মহেশ সিংরা।
সেইমতো গত আগামী ২০শে সেপ্টেম্বর থেকেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছেন ভারতীয় দলের কোচ। সপ্তাহ কয়েক আগে সেইমতো তিরিশ জন ফুটবলারের স্কোয়াড ঘোষণা করেছিলেন জামিল। পরবর্তীতে সেই তালিকায় যুক্ত হয় আরও দুই তারকা। যাদের মধ্যে ছিলেন নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলার আসির আখতার এবং মুম্বাই সিটি এফসির ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্দেজ।
আরও জানা গিয়েছিল যে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের ম্যাচের কথা মাথায় রেখে মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়া দলের নির্বাচিত ফুটবলাররা আপাতত জাতীয় শিবিরে যোগদান না করলেও এসিএল ম্যাচের পর সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন সকলে। এসবের মাঝেই এবার বেঙ্গালুরুর জাতীয় শিবিরে যোগদান করলেন আরেক দাপুটে ফরোয়ার্ড। তিনি রহিম আলি। গত ইন্ডিয়ান সুপার লিগে সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে খেলেছিলেন এই তারকা। কিন্তু নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করা সম্ভব হয়নি তাঁর পক্ষে।
মোট ২২টি ম্যাচ খেলে ২টি গোল ছিল বছর পঁচিশের এই সেন্টার ফরোয়ার্ডের। পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে একটি ম্যাচ খেলার সুযোগ পেলে ও খুব একটা নজর কাড়তে পারেননি ব্যারাকপুরের এই ফুটবলার। এবার জাতীয় দলে সুযোগ পাওয়া এক ফুটবলারের বিকল্প হিসেবে তাঁকে ডেকে পাঠান খালিদ জামিল। ভারতীয় দলের হয়ে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন এখন সেটাই দেখার।
❓ FAQs
Q1. রহিম আলি কে?
👉 তিনি ব্যারাকপুরের ফরোয়ার্ড ফুটবলার, যিনি গত ISL মৌসুমে ওডিশা এফসির হয়ে খেলেছেন।
Q2. জাতীয় দলে কবে যোগ দিলেন রহিম আলি?
👉 সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বেঙ্গালুরুর জাতীয় শিবিরে যোগ দেন।
Q3. তিনি শেষ মরসুমে কেমন খেলেছিলেন?
👉 ২২টি ম্যাচে ২টি গোল করেছিলেন, তবে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি।
Q4. রহিম আলিকে কেন জাতীয় শিবিরে ডাকা হয়েছে?
👉 এক ফুটবলারের বিকল্প হিসেবে খালিদ জামিল তাঁকে ডেকে পাঠিয়েছেন।
Q5. ভারতের সামনে কোন বড় টুর্নামেন্ট আসছে?
👉 AFC Asian Cup 2025 Qualifiers, যেখানে ৯ ও ১৪ অক্টোবর ভারত মুখোমুখি হবে সিঙ্গাপুরের।
Q6. জাতীয় দলের কোচ বর্তমানে কে?
👉 খালিদ জামিল, যিনি ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন।
Q7. রহিম আলির সামনে এখন কী বড় চ্যালেঞ্জ?
👉 জাতীয় দলের হয়ে নিজেকে প্রমাণ করা এবং আক্রমণভাগে গোল আনার ক্ষমতা দেখানো।
🔑 Rahim Ali India squad, Indian football camp 2025, AFC Asian Cup India team, Rahim Ali Odisha FC, Khalid Jamil coach India