তখন প্রায় ম্যাচের বয়স ৩ ঘন্টা। আচমকা ফ্রেঞ্চ ওপেনের (French open) প্রথম সেমিফাইনালের দ্বিতীয় সেটের ম্যাচ চলতে চলতে চোট পেয়ে কোর্টে শুয়ে পড়েন আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev)। চোটের পরিমাণ ছিলো এতোটাই যে দাড়াতেই পারছিলেন না তিনি।কোর্ট ছাড়তে হুইল চেয়ারের সাহায্য নিতে হয় তাকে।কোর্টে ফিরলেন ক্রাচ হাতে,তার কান্না ভেঁজা চোখ দেখে একটা বিষয় স্পষ্ট হলো,এই ম্যাচ খেলা আর সম্ভব নয় তার পক্ষে।
অথচ দুই টেনিস তারকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছিল এই ম্যাচ।টাইব্রেকারে গড়ায় প্রথম সেট।নাদাল জেতে ৭-৬ গেমে।দ্বিতীয় সেট’ও টাইব্রেকারে গড়ায়,এমন মোক্ষম সময় চোট পেয়ে বসেন জেরেভ।চোট খুবই গুরুতর ,মনে হচ্ছে তার লিগামেন্ট ছিড়েছে।
কোর্টে যন্ত্রণায় বিদ্ধ জেরেভ’কে দেখে ছুঁটে আসেন নাদাল।ডাক্তার’রা যখন তাকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছিলেন তখন দাড়িয়ে ছিলেন তিনি।দাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে জেরেভ,ততক্ষনে নাদাল বুঝেছেন এই ম্যাচে আর মাঠে নামতে হবে না তাকে।এমন ভাবে কেরিয়ারের ১৪ তম ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছতে চাননি ‘লাল মাটির রাজা’,পরবর্তী সময়ে জানিয়েছেন এমনটাই