HomeSports NewsRafael Nadal French Open : চোট জল্পনা উড়িয়ে লাল মাটির কোর্টে শুরু...

Rafael Nadal French Open : চোট জল্পনা উড়িয়ে লাল মাটির কোর্টে শুরু নাদালের বিজয় যাত্রা

- Advertisement -

Rafael Nadal French Open : রোলাঁ গারোতে শুরু রাফায়েল নাদালের বিজয় দৌড়। সোমবার অস্ট্রেলিয়ার জর্দান থম্পসনের বিরুদ্ধে জিতেছেন ৬-২, ৬-২, ৬-২ সেটে। গ্র্যান্ড স্ল্যামে এটি তাঁর ২৯৯ তম জয়। নাদালের সামনে রয়েছেন রজার ফেডেরার, নোভাক জকোভিচ। গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে এই দুই তারকার ঝুলিতে রয়েছে তিনশোর বেশি জয়। ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাদালের বিরুদ্ধে থাকবেন ফ্রান্সের করেন্তিন মৌতেত।

‘শুরুটা অবশ্যই ভালো হল’, বলেছেন তেরোবারের বিজেতা রাফায়েল নাদাল। ‘আমি কিছুক্ষণ চালকের আসনে ছিলাম। এরপর আরও ভালো করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলাম। আমাকে আরও ভালো করতে হবে। যাইহোক, শুরুটা ইতিবাচক হয়েছে। আগামীকাল প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবো। পরের দিন আরও একটা সুযোগ।’

   

 

ফরাসি ওপেনে নামার আগে প্রশ্নের মুখে ছিল নাদালের ফিটনেস। দিন দশেক আগেই রোমে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। ডেনিস শাপভালোভের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে পরাস্ত হয়েছিলেন স্প্যানিশ তারকা। যদিও এদিনের ম্যাচের নাদালের খেলায় চোটের কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। দু’ঘন্টা দু’মিনিটের ম্যাচে স্বাচ্ছন্দ্যে কোর্টে ছিলেন তিনি।

<

p style=”text-align: justify;”>ম্যাচে থম্পসনের সার্ভ সাতবার ব্রেক করেছেন নাদাল। স্প্যানিয়ার্ডের পরিচিত ফোরহ্যান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি অস্ট্রেলিয়ান টেনিস তারকা। দ্বিতীয় সেটে পয়েন্টের ব্যবধান কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। কিন্তু নাদালকে বিব্রত করার জন্য তা যথেষ্ট ছিল না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular