জল্পনা সত্যি করে ‘লেজেন্ড’কে বিদায় জানাল ক্লাব

জল্পনাই সত্যি হল। ‘লেজেন্ড’-কে জানানো হল বিদায়। মঙ্গলবার বেলায় চেন্নাইয়িন এফসি বিদায় জানিয়েছেন রাফায়েল ক্রিভেলারোকে (Rafael Crivellaro)। ক্রিভেলারোকে অনেকেই চেন্নাইয়িন এফসির লেজেন্ড বলে অভিহিত করে…

Rafael Crivellaro,

জল্পনাই সত্যি হল। ‘লেজেন্ড’-কে জানানো হল বিদায়। মঙ্গলবার বেলায় চেন্নাইয়িন এফসি বিদায় জানিয়েছেন রাফায়েল ক্রিভেলারোকে (Rafael Crivellaro)। ক্রিভেলারোকে অনেকেই চেন্নাইয়িন এফসির লেজেন্ড বলে অভিহিত করে থাকেন। তিনি ক্লাব ছাড়তে চলেছেন এই সম্ভাবনার কথা আগেই শোনা গিয়েছিল।

Football: ‘ফুটবল খেলেও চাকরি-সাকসেস দু’টোই সম্ভব’, এজি বেঙ্গল অফিসে বসে বললেন ‘জিকো’

   

ইন্ডিয়ান সুপার লিগে খেলা সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম রাফায়েল ক্রিভেলারো। ভারতীয় ফুটবলে প্রবেশ করার পর থেকে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবে খেলেছেন। সবথেকে বেশি ম্যাচ খেলেছেন চেন্নাইয়িন এফসির হয়ে। ২০২৩-২৪ মরসুমেও খেলেছিলেন দক্ষিণ ভারতের এই ক্লাবের হয়ে।

২০২৩-২৪ মরসুমের আগেও তাঁকে নিয়ে ছিল জল্পনা। রাফায়েল ক্লাবের সঙ্গে যুক্ত হবেন কি না সে ব্যাপারে ছিল প্রশ্ন। রাফায়েল শেষ পর্যন্ত পুরোনো ক্লাবের হয়েই খেলেছিলেন। কিন্তু এবার আশানুরূপভাবে খেলতে পারেননি। ক্লাবও পায়নি আশানুরূপ ফলাফল।

 

Mohammedan SC: মহামেডানকে বিদায় জানানোর পথে ‘গোলমেশিন’

কোচ ওয়েন কয়েলের ওপর আস্থা রেখেছে ক্লাব। স্কোয়াডে করা হচ্ছে বড়সড় বদল। রাফায়েলের মতো নামকরা বিদেশিকে ব্যাড দিয়েও হয়তো নতুন মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করছেন চেন্নাইয়িন এফসি কর্তারা। ৩৫ বছর বয়সী রাফায়েল ক্রিভেলারো খেলেছেন একাধিক দেশের ফুটবল লিগে। ব্রাজিল, পর্তুগাল, আরব , ইরানের ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভারতে খেলেছেন চেন্নাইয়িন এফসি ও জামশেদপুর এফসির হয়ে। চেন্নাইয়িন এফসিতে খেলেছেন দুই দফায়। ২০১৯-২০ মরসুমে এই ক্লাবের পক্ষে খেলে হয়েছিলেন আইএসএল রানার্স।