বুমরাকে সরিয়ে টেস্টের এক নম্বর বোলার হলেন রাবাদা

ডেল স্টেইনের পরে ডুবতে থাকা আফ্রিকান পেসশক্তির ত্রাতা হিসাবে বিশ্বক্রিকেটে পরিচিত তিনি। দ্রুত গতি এবং বৈচিত্র্যময় বোলিংয়ের কারণে যে কোনো উইকেটেই ব্যাটারদের কাছে ‘ধাঁধা’ হয়ে…

Rabada Takes Top Spot as Bumrah Slips to Third in Latest Bowler Rankings

ডেল স্টেইনের পরে ডুবতে থাকা আফ্রিকান পেসশক্তির ত্রাতা হিসাবে বিশ্বক্রিকেটে পরিচিত তিনি। দ্রুত গতি এবং বৈচিত্র্যময় বোলিংয়ের কারণে যে কোনো উইকেটেই ব্যাটারদের কাছে ‘ধাঁধা’ হয়ে থাকেন আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। বেশ কিছুদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। এবার আরও এক পালক যুক্ত হলো তাঁর মুকুটে। আজ আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন রাবাদা। ভারতের যশপ্রীত বুমরাকে সরিয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারির পর আবার টেস্টের ১ নম্বর বোলার হলেন প্রোটিয়া ফাস্ট বোলার (ICC Test Rankings)।

বাংলাদেশকে ঘরের মাঠে হারাতে বেশ বড়সড় ভূমিকা নিয়েছিলেন রাবাদা। মিরপুরে প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। তাঁর দৌলতেই প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাত্র ৩০৭ রানে গুটিয়ে যায় টাইগার্সরা। তাই মাঠের সেই পারফরম্যান্স আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের বোলারদের তালিকায় আরও একধাপ ওপরে ফেরাল তাঁকে।

   

এর আগেও বেশ কিছুদিন আগেও ২০১৮ সালে জানুয়ারিতে প্রথমবার বোলারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। তখন অবশ্য সেটি ছিল তাঁর ‘প্রাইম টাইম’। লাল বলের ক্রিকেটের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও রাবাদা সেই সময় ছিলেন অপ্রতিরোধ্য। তারপরে চোটের কবলে পরে ছন্দ হারিয়ে ফেলেন তিনি। এদিন ৮৬০ পয়েন্ট নিয়ে আফ্রিকার পেসার টপকে গেলেন বুমরা, জশ হ্যাজলউড ও রবিচন্দ্রন অশ্বিনকে।

সম্প্রতি পুনে টেস্টের নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর এক থেকে তিনে নেমে গেছেন বুমরা (Jasprit Bumrah)। আরেক ভারতীয় বোলার অশ্বিনও দুই ধাপ পিছিয়ে চারে নেমেছেন। অন্যদের ওঠানামার সুযোগে অস্ট্রেলিয়ার পেসার হ্যাজলউড তিন থেকে দুইয়ে উঠেছেন। এছাড়াও রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দুই জয়ের নায়ক নোমান আলী ও সাজিদ খানও। ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ নয়ে উঠেছেন বাঁহাতি স্পিনার নোমান। ১২ ধাপ এগিয়ে ৩৮-এ উঠেছেন অফ স্পিনার সাজিদ, এটি তাঁরও সর্বোচ্চ অবস্থান। ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থানে উঠেছেন মিচেল স্যান্টনারও। পুনে টেস্টে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার স্যান্টনার এগিয়েছেন ৩০ ধাপ, উঠেছেন ৪৪ নম্বরে।

নিলামের আগেই ফাঁস গুজরাটের রিটেনশন লিস্ট! রয়েছে পাঁচ চমকপ্রদ নামও

তবে বোলিংয়ের র‍্যাঙ্কিংয়ে অবনতি হলেও ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন ভারতের যশস্বী জয়সোয়াল। শীর্ষে ইংল্যান্ডের জো রুট, দুইয়ে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা, দুইয়ে অশ্বিন। এছাড়াও ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে নিজেকে প্রথমবারের জন্য প্রথম দশে উঠেছেন রচিন রবীন্দ্র।

ওয়াংখেড়েতে অভিষেক হতে পারে গম্ভীরের ‘বরপুত্রের’! জানুন সম্পূর্ণ তথ্য

প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি নিউজিল্যান্ড সিরিজে পারফর্ম না করতে পাড়ায় র‍্যাঙ্কিংয়ে নেমে গেছেন ভারতের তারকা ব্যাটার। এই মুহূর্তে ১৪নং সাথে রয়েছেন তিনি। এছাড়াও প্রথম দশের মধ্যে নিজেকে রাখতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তবে আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে ভালো পারফরম্যান্স করে নিজেদের প্রথম দশে (ICC Test Rankings) ফেরাতে পারেন কিনা ভারতীয় ক্রিকেটাররা সেটাই এখন দেখার বিষয়।