ইস্টবেঙ্গল মাঠ নিয়ে প্রশ্ন রয়েই গেল

ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে কলকাতা ফুটবল লিগ সুপার সিক্সের খেলা হবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। সম্প্রতি সুপার সিক্স পর্বের সম্ভাব্য ক্রীড়া সূচি প্রকাশ্যে…

East Bengal practice ground

short-samachar

ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে কলকাতা ফুটবল লিগ সুপার সিক্সের খেলা হবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। সম্প্রতি সুপার সিক্স পর্বের সম্ভাব্য ক্রীড়া সূচি প্রকাশ্যে এসেছে। একটি ম্যাচে ইস্টবেঙ্গলের নাম প্রস্তাব করা হয়েছে।

   

ইস্টবেঙ্গল ক্লাব মাঠ নিয়ে প্রশ্ন নিয়ে রয়েছে। লাল হলুদ ব্রিগেড দীর্ঘ দিন ক্লাবের মাঠেই অনুশীলন করেছে। মাঠের প্রতি ক্লাব সমর্থকদের আবেগ থাকলেও, মাঠের হাল বহু ইস্টবেঙ্গল সমর্থকের জন্য উদ্বেগের কারণ। কারণ মাঠের হাল। আধুনিক ফুটবলের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের এই মাঠ কতোটা মানানসই সে ব্যাপারে প্রশ্ন রয়েছে।

কলকাতা ফুটবল লিগের কোনো ম্যাচ লাল হলুদ মাঠে হবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। ২৩ অক্টোবর একটি ম্যাচ রয়েছে। সেটা ইস্টবেঙ্গল মাঠে হলেও হতে পারে। সেটা এখনও নিশ্চিত নয়। ওই দিন ভবানীপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ। ম্যাচটির গ্রাউন্ড হিসেবে ইস্টবেঙ্গল মাঠ অথবা নৈহাটি স্টেডিয়ামের কথা বলা রয়েছে। চূড়ান্ত নাম বা সূচি এখনও জানা যায়নি।

নৈহাটির মাঠ বেশ প্রশংসিত। ঘরোয়া ফুটবলের ম্যাচ কিছু ম্যাচ ইতিমধ্যে সেখানে হয়েছে। মাঠের পরিস্থিতি ভালো ফুটবলের পক্ষে উপযোগী বলে মনে করা হয়। অন্য দিকে বর্ষা কালে ইস্টবেঙ্গল মাঠের অবস্থা আশাপ্রদ নয়। অক্টোবর মাসে ম্যাচ। সেই সময় বৃষ্টি সাধারণ কম হয়। কলকাতার বিশেষত ইস্টবেঙ্গল মাঠে খেলা হলে দর্শক উন্মাদনা যে তুলনামূলক বেশি হতে পারে, তা বলাই বাহুল্য।