Mohun Bagan SG: ফের প্রশ্নের মুখে ফেরান্দোর ফুটবল খেলানোর ধরণ

AFC কাপের প্রথম বাধা অতিক্রম করেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। নেপালের মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে দল জিতেছে, স্কোরলাইন ৩-১।

Mohun Bagan SG Coach Juan Ferrando

short-samachar

AFC কাপের প্রথম বাধা অতিক্রম করেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। নেপালের মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে দল জিতেছে, স্কোরলাইন ৩-১। মোহন বাগান জিতলেও কিন্তু কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষত হেড কোচ হুয়ান ফেরান্দোকে নিয়ে।

   

দল জেতায় খুশি মোহন বাগান সমর্থকরা। জোড়া গোল করেছেন আনোয়ার আলি, একটি গোল জেসন কামিন্সের। তিন গোল হয়েছে, দল জিতেছে, খেলা কি ভালো লেগেছে? হুয়ান ফেরান্দোর পরিকল্পনা নিয়ে আগেও বহুবার প্রশ্ন উঠেছে। ইন্ডিয়ান সুপার লীগ জেতার পর অনেক সমালোচনার জবাব দিয়েছেন স্প্যানিশ কোচ। নতুন মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবারও তাকে ঘিরে প্রশ্ন।

Machhindra FC, Mohun Bagan

মাচিন্দ্রা এফসির নেপালের তারকাখচিত দল। কিন্তু খাতায় কলমে মোহন বাগান সুপার জায়ান্টের ওজন অনেক বেশি। বুধবারের খেলা দেখে অবশ্য সেটা মনে হয়নি। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সেই অর্থে বল পায়ে দাপট দেখাতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। মাঝ মাঠে লক্ষ্য করা গিয়েছে গা ছাড়া মনোভাব। মাঝ মাঠে বল পেয়ে প্রতিপক্ষ ক্লাবের ফুটবলারদের লম্বা দৌড় নিশ্চই দর্শকদের চোখে পড়েছে।

মোহন বাগান সুপার জায়ান্টে এবার যেসব খেলোয়াড় রয়েছেন তাদের বেশিরভাগকে স্টার বা সুপার স্টার বলা চলে। নিজের দিনে ব্যক্তিগত দক্ষতায় খেলা ঘুরিয়ে দেওয়ার মতো ফুটবলার স্কোয়াডে রয়েছেন। ওয়ান ম্যান শো রোজ হয় না। মোহন বাগান দল হিসেবে খেলতে না পারলে আগামী দিনে সমস্যায় পড়তে পারে। পরের ম্যাচ ঢাকা আবাহনীর বিরুদ্ধে। নেপালের দলটির তুলনায় ধারেভারে এগিয়ে বাংলাদেশের অন্যতম সেরা এই ফুটবল দল। নিজেদের খেলায় হয়তো কিছু বদল করতে চাইবেন ফেরান্দো।