Qatar WC: সামনের দুটো সিঁড়ি টপকানো ভীষণ কঠিন, মরক্কোর কিকে মরল স্পেন

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: এশিয়া পারেনি। কিন্তু আফ্রিকা পারল। আরব দুনিয়া পারল। পূর্বতন বিশ্বচ্যাম্পিয়ন (Spain) স্পেনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে (Morocco) মরক্কো। আপাতত এই জয়টাই…

Morocco make history with shock qatar World Cup

short-samachar

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: এশিয়া পারেনি। কিন্তু আফ্রিকা পারল। আরব দুনিয়া পারল। পূর্বতন বিশ্বচ্যাম্পিয়ন (Spain) স্পেনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে (Morocco) মরক্কো। আপাতত এই জয়টাই যেন তাদের কাছে বিশ্বজয়ের সামিল। গোটা (Qatar WC) দোহা জুড়ে এক অনবদ্য আনন্দের জোয়ার চলছে।

   

মরক্কোর সামনে স্পেন মানে রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। একইসাথে ফ্রান্স ও স্পেনের কব্জা থেকে মুক্ত হয়েছিল মরক্কো। ১৯৫৬ সালের ফরাসি উপনিবেশের অবসান ঘটে মরক্কোতে। এক মাস পরে স্পেনের উপনিবেশ থেকে উত্তর মরোক্কো মুক্ত হয়। সেই ইতিহাস এদিনের খেলায় বারবার ঘুরে এসেছে। মরক্কোর মারাত্মক আক্রমণ ও স্পেনের প্রতি আক্রমণের খেলা গোলশূন্য হয়। অতিরিক্ত সময়ে একই ফলাফল। শেষে টাইব্রেকারে জয়ী মরক্কো।

বিশ্বকাপে এবার চমকের পর চমক চলেছে। প্রথমে এশিয়ার দাপট দেখা গিয়েছিল। কিন্তু এশিয়ার গর্জন শেষ হয়ে গেছে। এবার আফ্রিকার একমাত্র সম্বল হিসেবে মরক্কো গেল পরবর্তী পর্বে। তাদের সামনে আর দুটো কঠিন সিঁড়ি। মরক্কোর পক্ষে ইতিহাস লেখা সম্ভব? ভবিষ্যৎ বলবে এর উত্তর।

এদিন স্পেন বিদায় নিল। তিকিতাকা ফুটবলের জাদুর সামনে অ্যাটলাসের সিংহরা হুঙ্কার ছাড়লেন। লাল-হলুদ ও লাল-সবুজ রঙের লড়াইয়ে মাতোয়ারা বিশ্ব। মেতেছে পুরো আরব বিশ্ব।