HomeSports NewsQatar WC: যুদ্ধে রক্তাক্ত ইউক্রেন পারল না কাতার বিশ্বকাপে যেতে

Qatar WC: যুদ্ধে রক্তাক্ত ইউক্রেন পারল না কাতার বিশ্বকাপে যেতে

ছয় দশক পর ফের মূলপর্বে ওয়েলস

- Advertisement -

পারল না ইউক্রেন। কাতার বিশ্বকাপ. (Qatar WC) ফুটবলে তারা নেই। রুশ হামলায় রক্তাক্ত দেশটিকে প্লে অফ ফাইনালে ১-০ গোলে হারাল ওয়েলস। তারাই চলে গেল বিশ্ব কাপের মূল পর্বে।

বিশ্বকাপ খতিয়ান বলছে, ১৯৫৮ সালে বিশ্বকাপে খেলেছিল ওয়েলস। ছয় দশক পর তারা ২০২২ কাতার বিশ্বকাপে খেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইংল্যান্ডের সঙ্গে খেলা অপেক্ষাকৃত দূর্বল ওয়েলসের।

   

বিশ্বকাপ তথ্য বলছে ১৯৫৮ সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ০-১ গোলে হেরেছিল ওয়েলস। গোল করেছিলেন পেলে।

রবিবার কার্ডিফ সিটি স্টেডিয়ামে ইউক্রেনের তরফে আত্মঘাতী গোলে জয়ী হয় ওয়েলস। বাঁধভাঙা আনন্দ দেখা দেয় সমর্থকদের মধ্যে। ইউক্রেনের হামলা সামলে ওয়েলসের গোলকিপার ওয়েন হেনেসে একটার পর একটা গোল বাঁচিয়ে দেশকে বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন।

বিবিসি জানাচ্ছে, রাশিয়ার তরফে আরও হামলা জোরদার হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে ফের রুশ মর্টার শেল আছড়ে পড়েছে। হামলা রুখতে মার্কিন যুক্তরাষ্ট্র আরও অস্ত্র পাঠিয়েছে।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular