J&K: কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষে তীব্র উত্তেজনা

সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল (J&K) কাশ্মীর। শোপরের জালুরার পানিপোরা জঙ্গলে দুই পক্ষের সংঘর্ষ হয়। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে যৌথ অভিযান শুরু করেছে সেনা…

সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল (J&K) কাশ্মীর। শোপরের জালুরার পানিপোরা জঙ্গলে দুই পক্ষের সংঘর্ষ হয়। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে যৌথ অভিযান শুরু করেছে সেনা এবং কাশ্মীর পুলিশ।

শোপরের পানিপোরা জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর আসতেই এলাকা ঘিরে ফেলা হয়। নিরাপত্তারক্ষীদের উপস্থিতির আঁচ পেতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ কতজন জঙ্গি ওই এলাকায় রয়েছে তা এখনও জানা যায়নি।

গত কয়েকদিন ধরেই কাশ্মীরে সংখ্যালঘুদের ওপর হামলা শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহে একাধিক জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক বেড়েছে। ৬০ থেকে ৭০ শতাংশ কাশ্মীরি পণ্ডিত কাশ্মীর ছাড়তে বাধ্য হয়েছেন৷ মোদীর কাশ্মীর নীতির প্রবল সমালোচনা করছেন কাশ্মীরের পণ্ডিতরা।

নর্থব্লকে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কাশ্মীরি পণ্ডিতদের আতঙ্ক দূর করতে অভিযানে নামল সেনা বাহিনী।