Qatar WC: কাতারে কাতারে কাতারবাসীর দাবি মেসিদের হারানো আরব এখন ‘বাঘ’

আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব এবার জিতলেই নকআউটে চলে যাবে

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: পারস্য উপসাগরের তীরে থাকা একরত্তি কাতার দেশটা (Qatar WC) এখন প্রায় উন্মাদ! এই উন্মাদতার কারণ তারা অর্থাৎ আরব জাতিভুক্তরা নিজেদের ‘বাঘ’ বলে চিহ্নিত করছেন। প্রথম ম্যাচে ফুটবল বাঘ আর্জেন্টিনাকে হারিয়ে মানসিকভাবে প্রবল চাঙ্গা (Saudi Arabia) সৌদি আরব। প্রতিপক্ষ এবার (Poland) পোল্যান্ড। তারা শক্তিশালী হলেও আরবরা যেন বাঘ মারা আনন্দে পরবর্তী শিকারের নেশায় মত্ত।

আজ আবারও এশিয়ার লড়াই। ঐতিহাসিক ম্যাচে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব নামল সাঁঝবেলায়। প্রতিপক্ষ পোল্যান্ড।

   

একে তো আর্জেন্টিনাকে হারিয়েছে আরবরা।পোল্যান্ডের সামনে পড়ে ফের চমক দিতে মরিয়া সৌদি আরব। এই বিশ্বকাপে চলছে এশিয়ার দাপট। জাপানের কাছে হেরেছে চারবারের বিশ্ব সেরা জার্মানি। দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গেছে দুবারের বিশ্ব সেরা উরুগুয়ে। সৌদি হারিয়েছে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এমনকি প্রথম ম্যাচে হেরেও ইরান ফের জয় পেল ওয়েলসকে হারিয়ে। এসবের মাঝে কাতার পারেনি জিততে। কিন্তু হৃদয় জিতে নিয়েছেন কাতারিরা। আর বিশ্বকাপে কাতারের প্রথম ঐতিহাসিক গোলদাতা মুনতারি।

ঝড় উঠেছে আরব দুনিয়ায়। এ ঝড়ে কে কোনদিকে যাবে কেউ জানে না। বিখ্যাত মরুঝড় নয়, এ হলো ফুটবল ঝড়। শুধু কাতার নয়, সৌদি আরব, কুয়েত, বাহরিন, গৃহযুদ্ধে বিধ্বস্থ ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, ইরাক, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যে উন্মাদনা। আরব দুনিয়ার অন্তর্ভুক্ত আফ্রিকার দেশগুলিও কাঁপছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন