Monday, December 8, 2025
HomeSports NewsQatar WC: বিশ্বকাপের মাঝে কিমের পরমাণু হুমকি, জাপান-দ: কোরিয়া শিবিরে চরম আতঙ্ক

Qatar WC: বিশ্বকাপের মাঝে কিমের পরমাণু হুমকি, জাপান-দ: কোরিয়া শিবিরে চরম আতঙ্ক

- Advertisement -

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: মাঠে জার্মানিকে মেরে ফেলা জাপানের ফুটবলাররা ছিলেন চনমনে। কোস্টারিকার সঙ্গে খেলার আগে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। উত্তর কোরিয়া (North Korea) থেকে দেশটির একনায়ক শাসক কিম জং উন (Kim jong Un) দিলেন পরমাণু শক্তিতে বিশ্বের সেরা হওয়ার লক্ষ্যমাত্রা। ফুটবল বিশ্বকাপের (Qatar WC) আসরে কিমের হমকি এনে দিল ভয়ের হাওয়া।

আগের কয়েকটি প্রতিবেদনে বারবার এই আশঙ্কার কথা লিখেছি। কীভাবে শত্রু দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের ফুটবলারদের মন ভাঙতে মরিয়া হয়ে গেছেন উত্তর কোরিয়ার শাসক কিম। সেই আশঙ্কা সত্যি হচ্ছে।

   

একটু আগে কাতারের বিভিন্ন গণমাধ্যমের ব্রেকিং দেখলাম। এতে লেখা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম বলেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হওয়াই তাঁর চূড়ান্ত লক্ষ্য। ফের মিসাইল ছুঁড়তে পারেন তিনি এমনই ইঙ্গিত আসছে।

সাম্প্রতিক মিসাইল বৃষ্টি করে বিশ্বকে ভয় ধরিয়েছেন কিম জং উন। তাঁর মিসাইল উৎক্ষেপণ বিভাগের সামরিক কর্মকর্তাকে পদোন্নতির নির্দেশ দেন। গত ১৮ নভেম্বর নিজেদের পরমাণু অস্ত্র দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরমাণু হুমকি দেন কিম জং উন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular