বিশ্বকাপ ফুটবলের দেশ ভিত্তিক গ্রুপ লিগ খেলার পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পর আলোচনার বিষয় হয় ‘গ্রুপ অফ ডেথ’ (Group of Death) নিয়ে। আসলে মৃত্যুফাঁদ এই গ্রুপ। এখানে যারা পড়ে তাদের নিয়েই তুমুল চর্চা। সেই চর্চার সিংহভাগ থাকে জার্মানিকে ঘিরে। বেশিরভাগ বিশ্বকাপে জার্মানি পড়ে এই গ্রুপে। তাৎপর্যপূর্ণ এবারের আসন্ন কাতার বিশ্বকাপে ঠিক কোনটা গ্রুপ অফ ডেথ তা নিয়ে আলোচনা চলছে।
গ্রুপ লিগে মৃত্যুফাঁদ খুঁজতে গিয়ে সমীকরণের পর সমীকরণ জমা হতে শুরু করেছে। কোনও সমীকরণে মন ভরছে না সমর্থকদের। এবার কি তবে বিশ্বকাপে মৃত্যুফাঁদ থাকল না, উঠছে তেমন প্রশ্ন।
জার্মান সমর্থকরা হতাশ। জার্মানি সহ বিভিন্ন দেশে দলটির সমর্থকরা মনে করছেন, মৃত্যুফাঁদ থেকে উঠে এসে নকআউটে যাওয়ার মজাটা থাকবে না। কারণ, গ্রুপ অফ ডেথে নেই জার্মানি। সেটা গ্রুপ বিন্যাস দেখলেই স্পষ্ট।
আর্জেন্টিনা, ব্রাজিল সমর্থকরা স্বচ্ছন্দে নক আউট থেকে পরবর্তী পর্বে যেতে পারেন সেটা খতিয়ে দেখছেন। দ
বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, পর্তুগাল সমর্থকরা পরস্পরর আঁক কষতে ব্যাস্ত। আফ্রিকা থেকে ঘানা, সেনেগাল, ক্যামেরুন শক্তি দেখাবে। এশিয়ার ভরসা দক্ষিণ কোরিয়া।
এক নজরে বিশ্বকাপ গ্রুপ লিগ:
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস।
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া।
গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান।
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।