সাত পাকে বাঁধা পড়ছেন সিন্ধু! জানেন পাত্র কে?

নয়াদিল্লি: দীর্ঘ ২৮ মাসের অপেক্ষা শেষে গত রবিবার ফের পদক জিতেছেন ভারতের ব্যাটমিন্টন তারকা পিভি সিন্ধু৷ তাঁর এই জয়ে স্বভাবতই উচ্ছ্বিত হায়দরাবাদী এই শাটলারের ভক্তরা৷…

PV Sindhu wedding

নয়াদিল্লি: দীর্ঘ ২৮ মাসের অপেক্ষা শেষে গত রবিবার ফের পদক জিতেছেন ভারতের ব্যাটমিন্টন তারকা পিভি সিন্ধু৷ তাঁর এই জয়ে স্বভাবতই উচ্ছ্বিত হায়দরাবাদী এই শাটলারের ভক্তরা৷ সৈয়দ মোদী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ট্রফি জেতার পরই সিন্ধু জানিয়ে দেন জানুয়ারিতে ফের খেলতে নামবেন। তারই মাঝে সমবার যে খবর প্রকাশ্যে এল, তাতে অনেকেই হতবাক। এবার নতুন এক কোর্টে নামতে চলেছেন দু’বার অলিম্পিক পদকজয়ী শাটলার৷ বিয়ের পিড়িতে বসতে চলেছেন পিভি সিন্ধু৷ আগামী ২২ ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে সাত পাকে বাঁধা পড়বেন তিনি৷ ২৪ ডিসেম্বর হায়দরাবাদে হবে গ্র্যান্ড রিসেপশন৷ কিন্তু পাত্র কে? (PV Sindhu wedding)

পাত্র কে? PV Sindhu wedding

জানা গিয়েছে, হায়দরাবাদের বাসিন্দা ভেঙ্কট দত্ত সাই-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ২৯ বছর বয়সী ব্যাটমিন্টন তারকা৷ সাই বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা৷ পোসিডেস্ক টেকনোলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন৷ সাই-এর হাত ধরে রাজস্থানে রূপকথার বিয়ে সারতে চলেছেন সিন্ধু৷ খুব কম সময়ে বিয়ে ঠিক হলেও, জাঁকজমকে কোনও খামতি থাকছে না৷ ২০ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে প্রাক বিবাহ পর্ব৷ 

   

সাই-এর কর্মজীবন PV Sindhu wedding

সিন্ধুর বিয়ের খবর সামনে আসতেই শুরু হয়েছে পাত্রকে নিয়ে চর্চা৷ চলছে দেদার গুগল সার্চ৷ এরই মধ্যে লিঙ্কড ইনের প্রোফাইল থেকে জানা গেল, ২০১৮ সালে বিবিএ করেছেন সাই। মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর ২০১৯ সাল থেকে কেরিয়ার শুরু করেন সিন্ধুর হবু স্বামী। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের মালিক জেএসডব্লিউর ইন হাউস কনসালট্যান্ট হিসাবে ইন্টার্নশিপের মধ্যে দিয়ে কর্ম জীবন শুরু। দিল্লি ম্যানেজমেন্টের অংশও ছিলেন তিনি৷

কী জানালেন সিন্ধু-র বাবা পিভি রমনা 

সোমবার সংবাদ সংস্থার কাছে সিন্ধুর বিয়ের খবর জানান তাঁর বাবা পিভি রমনা৷ তিনি বলেন, “দুটো পরিবার দীর্ঘ দিনের পরিচিত৷ তবে মাত্র এক মাস আগে বিয়ের বিষয়টা পাকা হয়৷ জানুয়ারি থেকে ঠাঁসা সূচি রয়েছে সিন্ধুর৷ তার মাঝে এই একটাই সময় খুঁজে পাওয়া গিয়েছে। ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান হবে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশনের আওজন করা হয়েছে৷ তার পরেই ফের খেলার জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু। পরের মরসুমটা ওঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ।”  

Sports News: after winning a medal at the Syed Modi Badminton Championship, PV Sindhu announces her wedding with Venkat Dutta Sai on December 22 in Udaipur, followed by a grand reception in Hyderabad. The badminton star will resume playing in January 2025.