জার্মান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় PV Sindhu, শেষ আটে শ্রীকান্ত

জার্মান ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের গণ্ডি টপকাতে ব্যর্থ হলেন দুইবারের অলিম্পিক্স পদকজয়ী শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। বৃহস্পতিবার হায়দরাবাদের তারকা শাটলার চিনের ঝ্যাং…

জার্মান ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের গণ্ডি টপকাতে ব্যর্থ হলেন দুইবারের অলিম্পিক্স পদকজয়ী শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। বৃহস্পতিবার হায়দরাবাদের তারকা শাটলার চিনের ঝ্যাং ই ইম্যানের কাছে ১৪-২১, ২১-১৫, ১৪-২১ ব্যবধানে হেরে যান।

প্রথম রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের বুসানন ওঙবামরুঙফানের বিরুদ্ধে জয় দিয়ে দুরন্ত শুরু করলেও বৃহস্পতিবার ঝাংয়ের বিরুদ্ধে সিন্ধু সেই ধারাবাহিকতা দেখাতে পারেননি। প্রথম সেটেই ১৪-২১ ব্যবধানে হারের পর সিন্ধু ব্যাকফুটে চলে যান। দ্বিতীয় সেট ২১-১৫ ব্যবধানে জিতে সমতা ফেরালেও শেষ রক্ষা হয়নি। নির্নায়ক তৃতীয় সেটে ১৪-২১ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকা।প্রতিযোগিতার সপ্তম বাছাই সিন্ধুকে হারাতে ৫৫ মিনিট সময় নেন ঝ্যাং।

   

আগামী সপ্তাহেই শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় সিন্ধুকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে ধরেছিলেন অনেক বিশেষজ্ঞ। কিন্তু জার্মান ওপেনের দ্বিতীয় রাউন্ডে এই অপ্রত্যাশিত পরাজয় ২০১৯ সালের বিশ্বজয়ীর আত্মবিশ্বাসে নিঃসন্দেহে চিড় ধরাবে।

সিন্ধু হতাশ করলেও, জার্মান ওপেনে পুরুষদের বিভাগে শেষ আটে পা রেখেছেন কিদাম্বি শ্রীকান্ত। প্রতিযোগিতার অষ্টম বাছাই এই ভারতীয় তারকা এক ঘণ্টা সাত মিনিটের লড়াইয়ে ২১-১৬, ২১-২৩, ২১-১৮ ব্যবধানে হারিয়েছেন চিনের লু গুয়াং জু-কে।

এদিকে, জার্মান ওপেনের প্রথম রাউন্ডেই হারের মুখ দেখেছেন সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার ফাইনালিস্ট মালবিকা বানসোদ। এই প্রতিশ্রুতিমান শাটলার ইন্ডিয়া ওপেনেও নজর কেড়েছিলেন। এদিন মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে কানাডার মিশেল লি’র কাছে ১৮-২১, ২২-২০, ৯-২১ ব্যবধানে হেরেছেন মালবিকা। পুরুষ সিঙ্গলসে প্রথম রাউন্ডের গন্ডি টপকাতে পারেননি পারুপল্লী কাশ্যপ। থাইল্যান্ডের কুনলাভুট ভিতিদসার্নের বিরুদ্ধে কাশ্যপ ১৩-২১, ১৩-২১ ব্যবধানে হারের মুখ দেখেন। মালবিকা, কাশ্যপদের মতোই মহিলা ডাবলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন অশ্বিনী পোনাপ্পা–সিক্কি রেনকিরেড্ডি জুটি। জাপানের নামি মাতসুয়ামা–চিহারু শিদা জুটির বিরুদ্ধে ১৩-২১, ১৩-২১ ব্যবধানে হেরেছেন তাঁরা।