IPL 2024: মাত্র একজন বিদেশিকে রেখে প্রথম একাদশ সাজাল পাঞ্জাব কিংস

আইপিএল ২০২৪ (IPL 2024)-এ আজ সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের (Punjab KIngs) মধ্যে ৬৯তম ম্যাচ। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব…

Punjab Kings IPL 2024 playing xi with one overseas plyaer

আইপিএল ২০২৪ (IPL 2024)-এ আজ সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের (Punjab KIngs) মধ্যে ৬৯তম ম্যাচ। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। একই সঙ্গে টস শেষে পাঞ্জাব কিংসের প্লেয়িং ইলেভেন দেখে ক্রিকেট প্রেমীদের অনেকেই অবাক হয়েছেন।

আসলে পাঞ্জাব তাদের প্লেয়িং ইলেভেনে এমন কিছু করে দেখিয়েছে যা আজ পর্যন্ত কোনও দল আইপিএলের ইতিহাসে করতে পারেনি। প্লে অফের বাইরে থাকার চলে যাওয়ার পরেও পাঞ্জাবের এই কীর্তি অনন্য। এই ম্যাচে পাঞ্জাব কিংসের প্রথম একাদশে জায়গা পেয়েছেন মাত্র একজন বিদেশি ক্রিকেটার।

   

গতবারের CFL-এ ৬ গোল করা অচিন্ত্য এবার খেলবেন পুলিশের হয়ে

আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই ফিরে গিয়েছেন ইংল্যান্ডের সব ক্রিকেটার। যার কারণে দলটির হাতে বিকল্প ছিল খুবই কম। হায়দরাবাদের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের প্রথম একাদশে জায়গা পেয়েছেন মাত্র একজন বিদেশি ক্রিকেটার, তিনি রাইলি রুশো। এছাড়া সব ভারতীয় ক্রিকেটারদেড় নিয়ে প্রথম একাদশ সাজিয়েছে পাঞ্জাব কিংস।

যেহেতু স্যাম কুরানও তার দেশে ফিরে গিয়েছেন তাই তিনিও এই ম্যাচের প্রথম একাদশে নেই। এছাড়া শিখর ধাওয়ান চোটের কারণে ইতিমধ্যে মাঠের বাইরে রয়েছেন। তাই আজকের ম্যাচের জন্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান জিতেশ শর্মাকে দলের অধিনায়ক করা হয়েছে। টস জিতে জিতেশ বলেছেন, ‘আজ দলের অধিনায়কত্ব করতে পেরে আমি গর্বিত। উইকেট খুব ভালো দেখাচ্ছে, আমরা বড় রান করতে চাই।’

Sunil Chhetri: যুবভারতীতে দেওয়া হতে পারে সুনীল ছেত্রীর মুখোশ, রয়েছে একাধিক পরিকল্পনা

পাঞ্জাব কিংসের প্রথম একাদশ: জিতেশ শর্মা (অধিনায়ক), আশুতোষ শর্মা, রাইলি রুশো, আশুতোষ শর্মা, শিবম সিং, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, হর্ষল প্যাটেল, রাহুল চাহার।