ভালো পারফরম্যান্সের মধ্য দিয়ে আগের ফুটবল মরসুম শুরু করেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে। তারপর সময় যত এগিয়েছিল ততই দেখা গিয়েছিল পাঞ্জাবের এই ফুটবল ক্লাবের দাপট। সেবার লুকা মাজসেন থেকে শুরু করে মিজল জ্যাকের মতো ফুটবলারদের পারফরম্যান্স সহজেই মন জয় করেছিল দেশের ফুটবলপ্রেমীদের। যারফলে টুর্নামেন্টের প্রথম লেগের পারফরম্যান্সের ভিত্তিতে আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যদিও সেটা চলেনি বেশিদিন । শেষ পর্যন্ত লিগ টেবিলের দশম স্থানে শেষ করেছিল দল।
তারপর সুপার কাপে ভালো পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য থাকলেও কাজে আসেনি সেই লড়াই। মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। যারফলে হতাশাজনক ভাবে সিজন শেষ করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেই সমস্ত কিছু ভুলে এবারের এই নয়া সিজনে করাই প্রধান লক্ষ্য পাঞ্জাব এফসির। এক্ষেত্রে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকেই সাফল্য পেতে মরিয়া সকলে। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই আগামী ৩রা আগস্ট ডুরান্ডের প্রথম ম্যাচ খেলতে নামবে পাঞ্জাব।
যেখানে তাদের লড়াই করতে হবে কার্বি অ্যাংলং মর্নিং স্টার এফসিরং সঙ্গে। তারপর আগামী ৬ ই আগস্ট আইটিবিপির বিপক্ষে খেলতে নামবে পাঞ্জাব ব্রিগেড। সেই ম্যাচের পর দিনকয়েক বিশ্রাম নিয়ে গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে নামবে আইএসএলের এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হবে বোদোল্যান্ড এফসির সঙ্গে। আগামী ৯ই আগস্ট আয়োজিত হবে সেই ফুটবল ম্যাচ। তবে এসবের মাঝেই নয়া লোগোর মধ্যে দিয়ে চমক দিতে চলেছে দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। উল্লেখ্য, গত কয়েক বছর আগে আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসার পর নিজেদের নাম ও লোগোর ক্ষেত্রে কিছুটা বদল এনেছিল পাঞ্জাব।
এবার সেই লোগোতে আসতে চলেছে আমূল বদল। এবার থেকে সিংহের মুখ থাকতে চলেছে পাঞ্জাব এফসির লোগোতে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। মূলত সিংহের গর্জনের মধ্যে দিয়ে দলের সক্রিয়তাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে।