ISL: বাজিমাত করল পাঞ্জাব, তলানিতে ইস্টবেঙ্গল

এবার আইএসএলে (ISL) বড়সড় অঘটন ঘটিয়ে দিল পাঞ্জাব এফসি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত সোমবার বিকেলে আইএসএলের দ্বিতীয় লেগে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে নেমেছিল…

Punjab FC

এবার আইএসএলে (ISL) বড়সড় অঘটন ঘটিয়ে দিল পাঞ্জাব এফসি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত সোমবার বিকেলে আইএসএলের দ্বিতীয় লেগে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে নেমেছিল এই নতুন দল।

প্রথমদিকে পিছিয়ে থাকলেও পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে দাপট দেখাতে থাকে পাঞ্জাব। সেখান থেকেই উঠে আসে জয়। যার দরুন এবার তারা পিছনে ফেলে দিল ইস্টবেঙ্গল ফুটবল দলকে। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইএসএলের নবম স্থানে উঠে আসল পাঞ্জাব এফসি। তাদের পরেই ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড।

   

আজকের এই ম্যাচের শুরুতে পিছিয়ে যেতে হলেও প্রথমার্ধের শেষের দিকেই গোল করে দলকে সমতায় ফেরান জর্ডন। তারপর থেকেই অন্য মেজাজে চলে আসে পাঞ্জাব এফসি। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল সমান থাকলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে আক্রমনের ঝাপট বাড়িয়েছে পাঞ্জাব। ৬১ মিনিটের মাথায় ফের গোল তুলে নেয় গতবারের আইলিগ জয়ীরা। এবার ও গোল পান জর্ডান। তারপর ম্যাচের একেবারে শেষের দিকে কেরালার কফিনে পেড়েক পুঁতে দেন লুকা মাজিয়ান। পেনাল্টি থেকে গোল পান এই তারকা।

এই জয়ের ফলে এবার আত্মবিশ্বাসের তুঙ্গে পাঞ্জাব এফসি। অন্যদিকে, কেরালা ব্লাস্টার্স পয়েন্ট নষ্ট করায় কিছুটা হলেও সুবিধা পেল মোহনবাগান সুপারজায়ান্টস দল।