ফের জয়ে ফিরল পাঞ্জাব এফসি। গত বৃহস্পতিবার নিজেদের হোম ম্যাচে শক্তিশালী চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে পাঞ্জাব ফুটবল দল। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসলো আসমির সুলজিকরা। এদিন পাঞ্জাব দলের হয়ে জোড়া গোল করেন স্লোভেনিয়ান তারকা লুকা মাজসেন। একটি মাত্র গোল করেন আসমির সুলজিক। অন্যদিকে চেন্নাইয়িন এফসির হয়ে গোল করেন জর্ডান উইলমার গিল।
Also Read | নাজমেহ ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক অস্কার
এদিন অনবদ্য লড়াই করে ও জয় সুনিশ্চিত করতে পারেনি ওয়েন কোয়েলের ছেলেরা। উল্লেখ্য, ম্যাচের প্রথমদিকে চেন্নাইয়িন দলের প্রভাব থাকলেও সময়ের সাথে সাথেই ম্যাচে দাপট বাড়াতে থাকে পাঞ্জাব এফসি। তবে প্রতি আক্রমণে উঠে ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করে যান উইলমার গিল। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৬ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান লুকা। খেলায় ফিরতেই আরও শক্তিশালী হয়ে ওঠে পাঞ্জাব দল। তারপর সেই ধারা বজায় রেখেই ৪৮ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে যান মাজসেন। তারপর সময় যত এগিয়েছে ততই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে লুকাস বামব্রিলারা।
Also Read | Calcutta Football League: সম্ভবত ইস্টবেঙ্গলের হাতে কলকাতা লিগের মুকুট
কিন্তু কাজের কাজ হয়নি। প্রতিপক্ষের আক্রমণের সুযোগ নিয়ে নিজেদের তৃতীয় গোল তুলে নেয় পাঞ্জাব। এবার প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করে যান আসমির। তারপর সময় এগোনোর সাথে সাথেই পাঞ্জাবের জয় নিশ্চিত হয়ে যায়। কিন্তু সহজে হাল ছাড়তে নারাজ ছিল চেন্নাইয়িন। অতিরিক্ত সময়ের শেষে উইলমার গিলের গোলে দল ব্যবধান কমাতে সক্ষম হলেও ম্যাচে আর ফিরে আসতে পারেনি। যারফলে অনায়াসেই আসে জয়। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের।
Also Read | বদলে গেল ইস্টবেঙ্গল বনাম নেজমেহ ম্যাচের সময়, কখন?
এই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুকা মাজসেন। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কেরালা ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোট পান এই বিদেশি ফরোয়ার্ড। রাহুল কেপির করা ফাউলে আহত হতে হয়েছিল এই তারকাকে। যারফলে বহুদিন মাঠের বাইরে ছিলেন তিনি। কিন্তু কিছুদিন আগেই সুস্থ হয়ে যোগদান করেন দলের সঙ্গে। তারপর এই ম্যাচে নেমেই নিজের জাত চিনিয়ে দিলেন এই তারকা।