Transfer window: ISL-এর ক্লাবে তরুণ ফরাসি তারকা

Transfer window: একের পর এক চমক দিতে শুরু করেছে ইন্ডিয়ান সুপার লীগে (ISL) প্রথমবার খেলতে চলা পঞ্জাব এফসি (Punjab FC)।

Madih Talal

Transfer window: একের পর এক চমক দিতে শুরু করেছে ইন্ডিয়ান সুপার লীগে (ISL) প্রথমবার খেলতে চলা পঞ্জাব এফসি (Punjab FC)।  আগে যাদের নাম ছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। আই লীগ চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান সুপার লীগ খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। দেশের সর্বোচ্চ ফুটবল লীগেও ভালো ফল করতে চাইছে তারা। সেই লক্ষ্যে ক্রমশ নিজেদের স্কোয়াড গুছিয়ে নিচ্ছে পাঞ্জাব এফসি।

Advertisements

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী মাঝমাঠে নতুন বিদেশি ফুটবলার নিশ্চিত করেছে পাঞ্জাব এফসি। তরুণ এক ফরাসি ফুটবলারকে ক্লাব নিশ্চিত করেছে বলে খবর। ভারতীয় ফুটবল মহলে গুঞ্জন, মাদিহ তালাল (Madih Talal) নামের ফ্রান্সের মিডফিল্ডারকে দেখা যাবে ভারতীয় ক্লাবের জার্সিতে। গত মরসুমে ভালো ফর্মে ছিলেন মাদিহ তালাল। দশটি গোলের পিছনে রেখেছিলেন অবদান। গ্রিসের সেকেন্ড ডিভিশন ফুটবলে দলকে এনে দিয়েছিলেন সাফল্য।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্যারিসে বিভিন্ন যুব দলে খেলার পর ২০১৪ সালে অ্যাকাডেমি অব এঞ্জার্স এসসিওতে যোগ দেন তালাল। ২০১৭ সালের জুনে তালাল তিন বছরের চুক্তি স্বাক্ষর করে এঞ্জার্স থেকে অ্যামিয়েন্স এসসিতে যোগদান করেছিলেন। রিজার্ভ দলের হয়ে ১০ ম্যাচে ৪ গোল করে দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছিলেন। তালাল ৭ জানুয়ারী ২০১৮ সালে সোচাক্সের কাছে ৬-০ কুপে ডি ফ্রান্সের পরাজয়ের মাধ্যমে অ্যামিয়েন্সের হয়ে পেশাদার অভিষেক করেছিলেন। ২০১৮ সালের আগস্টে, তালাল ২০১৮-১৯ মরসুমের জন্য লোনে এল’এন্টেন্টে এসএসজিতে যোগদান করেছিলেন।

অ্যামিয়েন্স এসসি চুক্তির শেষে তালাল ২০২০ সালের আগস্টে স্প্যানিশ সেগুন্ডা ডিভিসিয়ন বি দল লাস রোজাস সিএফ-এর হয়ে চুক্তিবদ্ধ হন। স্পেনে কয়েক মাস থাকার পরে তিনি জানুয়ারী ২০২১ এ রেড স্টারের হাত ধরে ফ্রান্সে ফিরে আসেন। ২০২২ সালের জুলাই মাসে তালাল গ্রিসের কিফিসিয়ায় যোগ দেন।